Anupam Roy

Anupam Roy: স্যুট-টাই পরে কেন মঞ্চে, বিটলস এবং নিজস্ব পছন্দ, বলে দিলেন অনুপম রায়

টাই-প্রীতির পিছনে বিশেষ কোনও কারণ আছে? অনুপম জানান, ইংলিশ রক ব্যান্ড ‘বিটলস’-কে দেখে টাই পরে মঞ্চে ওঠার ভাবনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১০:৫৪
Share:

টাই পরতে ভালবাসেন অনুপম।

কাঁধে গিটার, সামনে অসংখ্য দর্শকের ভিড়। গান গাইছেন অনুপম রায়।

Advertisement

বিগত দশ বছরে এমন দৃশ্য সকলেরই চেনা। আর চেনা অনুপমের টাই। নিয়ম মেনেই যেন বেশির ভাগ অনুষ্ঠানে এটি পরতে দেখা যায় তাঁকে। টলিউডের খুব বেশি গায়ককে কিন্তু এমন ভাবে মঞ্চে উঠতে দেখা যায় না। এই টাই-প্রীতির পিছনে বিশেষ কোনও কারণ আছে? অনুপম জানান, ইংলিশ রক ব্যান্ড ‘বিটলস’-কে দেখে টাই পরে মঞ্চে ওঠার ভাবনা।

আনন্দবাজার অনলাইনের লাইভে তিনি বলেন, “বিটলসের ইমেজটা কোথাও একটা মাথায় থেকে গিয়েছিল। ব্যক্তিগত ভাবে আমি টাই পরতে ভীষণ ভালবাসি। ছোটবেলায় স্কুলে টাই পড়েছি। সেই অভ্যাস রয়ে গিয়েছে।”

Advertisement

তবে শৈশবের এই অভ্যাস চাকরি পাওয়ার পর এক প্রকার ত্যাগ করেছিলেন অনুপম। তাঁর কথায়, “ছ’বছর আমি একটি আমেরিকান কোম্পানিতে চাকরি করেছি। সেখানে ছেঁড়া জামা, ছেঁড়া চটি, ছেঁড়া জিনসটাই স্টাইল ছিল। অফিস চলাকালীন কোনও দিনও তাই টাই পরতে পারিনি। তাই যখন মঞ্চ পেলাম, ভাবলাম টাই পরি। তাই বলে সব সময় যে পরি তা নয়। টাই পরতে আমার ভাল লাগে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement