Ankush Hazra

ডেস্টিনেশন প্রি-হনিমুন! বরফের রাজ্যে লাভ বার্ডস অঙ্কুশ-ঐন্দ্রিলা

দুই তারকা অভিনেতা তাঁদের ১০ বছরের ভালবাসা নতুন করে ফিরে পেলেন হাড় কাঁপানো তুষারপাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৩:৫৩
Share:

অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন

নতুন বছর এলেই সাতপাক ঘুরবেন। তার আগে ডেস্টিনেশন প্রি-হনিমুন হলে কেমন হয়?

Advertisement

উৎসবের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়। ভরা শীতে ভালবাসার ওমে নিজেদের জারিয়ে নেওয়ার অফুরন্ত সুযোগ পাওয়া যায়। সেই সুযোগ মিলতেই তাকে গুছিয়ে কাজে লাগালেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। অতিমারির জেরে সারা বছর শহর কলকাতায় আটকে থাকার পর বছরশেষে দম ফেলতে ছুটিতে জুটিতে হিমাচল প্রদেশে। বাকি অভিনেতা-অভিনেত্রীরা যখন ভোগের স্বর্গ গোয়া উপভোগে ব্যস্ত, দুই তারকা অভিনেতা তাঁদের ১০ বছরের ভালবাসা নতুন করে ফিরে পেলেন হাড় কাঁপানো তুষারপাতে। দুধসাদা বরফের নীচে সিমলা মল রোড চাপা পড়ে গিয়েছে। পুরু বরফ জমেছে ট্যাক্সি স্ট্যান্ডে। হোটেলের খোলা চত্বরেও। রাস্তাঘাট শুনশান। অঙ্কুশ-ঐন্দ্রিলাকে কে রোখে? তার মধ্যেই ফাঁকা রাস্তায় একে অন্যের আলিঙ্গনে হারিয়ে গিয়েছেন তাঁরা ।

এর কাছে সমু্দ্রতীরের ফেনি, জিন, শেরিও তুচ্ছ!

A post shared by Oindrila Sen (@love_oindrila)

Advertisement

যদিও ভালবাসার নেশায় যাতে যুগল বেসামাল না হয়ে পড়েন তাই তাঁদের সঙ্গে রয়েছেন ঐন্দ্রিলার ‘তুতো’ বোন এবং দু’জনের কমন ফ্রেন্ড। খবর, ঐন্দ্রিলার জন্মদিন ৩১ মার্চ। সেই উপলক্ষে জুটির প্যারিস যাওয়ার কথা ছিল। কিন্তু অতিমারির প্রকোপে ভেস্তে গিয়েছে সব। ফলে, বছরশেষে তাঁরা আপাত সন্তুষ্ট হিমাচল ট্রিপেই। নতুন বছরে বিয়ের পাশাপাশি মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’।

আরও পড়ুন: নতুন বছরে ভক্তদের জন্য কী সারপ্রাইজ আনছেন সলমন!

এই ছবি দিয়েই বড় পর্দায় জুটি হিসেবে অভিষেক ঘটবে অঙ্কুশ-ঐন্দ্রিলার।

আরও পড়ুন: বইয়ের তাক ঘাঁটতে গিয়ে ভূত বেরিয়ে এল দর্শনার ঘরে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement