Ananya Panday

আদিত্যের সঙ্গে মেয়ের প্রেমের খবরে মুখর মায়ানগরী, ভাল চোখে দেখছেন না অনন্যা পাণ্ডের মা!

চার পাশে ছবিশিকারিরা ঘুরে বেড়ালেও, স্পেনে তাঁদের বুড়ো আঙুল দেখিয়েই খোলামেলা প্রেম করেছেন অনন্যা-আদিত্য। তাতেই চোটেছেন মা ভাবনা!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১০:৪৯
Share:

(বাঁ দিকে) অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কপূর (ডান দিকে) ভাবনা পাণ্ডে ছবি : সংগৃহীত।

মায়ানগরী মুখরিত তাঁদের প্রেমের চর্চায়। কানাঘুষো বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে ভাইরাল হওয়া ছবিতেই স্পষ্ট সবটা। বলিউড অভিনেতা আদিত্য রায় কপূর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডে প্রেম করছেন। সম্প্রতি সেই জল্পনায় এক প্রকার সিলমোহরও পড়েছে। মাস কয়েক আগে দেশের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন আদিত্য এবং অনন্যা। তখনও দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন। এখন বিদেশের মাটিতেও ধরা পড়েছে তাঁদের প্রেম। কখনও স্পেনে, কখনও পতুর্গালের আনাচে কানাচে দেখা গিয়েছে যুগলকে। চার পাশে ছবিশিকারিরা ঘুরে বেড়ালেও তাঁদের বুড়ো আঙুল দেখিয়েই খোলামেলা প্রেম করেছেন তাঁরা। তবে মেয়ের এমন আচরণে অখুশি মা ভাবনা পাণ্ডে।

Advertisement

‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফ্‌স’ সিরিজ়ের পর অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডের নিজস্ব পরিচিতি নতুন করে তৈরি হয়েছে। সমাজমাধ্যমের পাতায় অনুরাগী সংখ্যা চোখে পড়ার মতো। তবে মেয়ে অনন্যা পাণ্ডের প্রেমের খবর পাঁচকান হওয়ায় আপত্তি রয়েছে ভাবনার। পাণ্ডে পরিবারের এক ঘনিষ্ঠের দাবি, মেয়ের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক, চান না অনন্যার মা। মেয়েকে সফল করে তুলতে কম কাঠখড় পোড়াননি ভাবনা। তাই তাঁর মেয়ের কর্মক্ষেত্রে সাফল্যই একমাত্র লক্ষ্য ভাবনার। স্পেনে আদিত্যর বাহুলগ্না অনন্যার ছবি ছড়িয়ে পড়তেই চারদিকে হ‌ইহই পড়ে গিয়েছিল। ইনস্টাগ্রামের পাতায় বিদেশে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করেছেন অনন্যার মা ভাবনা পাণ্ডে। সেই ছবিতে রয়েছেন স্বামী চাঙ্কি পাণ্ডে এবং কনিষ্ঠ কন্যা রাইসাও। স্পেনে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তাঁরা সবাই। আদতে মেয়ে যে শুধুই আদিত্যর সঙ্গে সময় কাটাচ্ছিলেন না, সেটাই স্পষ্ট করতে চান ভাবনা। হিতে অবশ্য বিপরীতও হয়েছে। অনেকে আবার প্রশ্ন করেছেন, অনন্যার গোটা পরিবারের সঙ্গেই ছুটি কাটাতে গিয়েছিলেন আদিত্য? চর্চিত যুগলের সম্পর্কে কি তবে সিলমোহর দিয়েছে অনন্যার পরিবারও? যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ পাণ্ডে পরিবারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement