Ananya Panday

Ananya Panday: এটা প্রযোজনা সংস্থার দফতর নয়, তিন ঘণ্টা দেরি করায় অনন্যাকে তিরস্কার সমীরের

জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ এনসিবি-র দফতরে ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে। কিন্তু সেখানে সময় মতো এসে পৌঁছতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১২:৩৮
Share:

অনন্যার দেরি করে আসা ভাল ভাবে নেননি সমীর।

মাদক-কাণ্ডে নাম জড়ানোর পর থেকে তাঁকে ঘিরে চলছে অবিরত কটাক্ষ, সমালোচনা। এ বার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আধিকারিকের কাছেও এক রকম বকুনি খেলেন চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডে।

দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ এনসিবি-র দফতরে ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে। কিন্তু সেখানে সময় মতো এসে পৌঁছতে পারেননি চাঙ্কি-কন্যা। প্রায় তিন ঘণ্টা পর অর্থাৎ দুপুর দুটো নাগাদ এসেছিলেন তিনি। এই দেরি করার কারণেই এনসিবি-র সমীর ওয়াংখেড়ের কাছে তিরস্কৃত হন তিনি। “এটা কোনও প্রযোজনা সংস্থার দফতর নয়, একটি কেন্দ্রীয় সংস্থার দফতর”, কড়া ভাবে অনন্যাকে মনে করিয়ে দিয়েছেন সমীর। এর পর থেকে অনন্যাকে সময় মতো উপস্থিত হওয়ার নির্দেশও দেন সমীর।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে অনন্যার বাড়িতে উপস্থিত হয় এনসিবি-র আধিকারিকরা। চাঙ্কি-কন্যাকে তাঁদের দফতরে যাওয়ার সমন দিয়ে চলে যান তাঁরা। এর পর থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। আরিয়ানের সঙ্গে অনন্যার হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভিত্তি করেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। তাঁদের কথোপকথন ঘেঁটে দেখা যায়, আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার কথা বলেছিলেন অনন্যা। কিন্তু চাঙ্কি-কন্যা জানিয়েছেন, মজার ছলেই বাল্যবন্ধুকে এ কথা বলেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement