Amitabh Bachchan

Amitabh Bachchan: করোনা হানা অমিতাভের বাড়িতে, জানালেন ‘বিগ বি’ স্বয়ং

২ জানুয়ারি অমিতাভের বাড়ির কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। ৩১ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১২:১১
Share:

করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ নিজেও।

ফের করোনার হানা অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য়। বর্ষীয়ান অভিনেতার এক কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। ২ জানুয়ারি অমিতাভের বাড়ির কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। ৩১ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে।

Advertisement

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘বাড়ির কোভিড পরিস্থিতি সামলাচ্ছি। আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে।’ এই টুইট দেখার পর বচ্চন পরিবারের কোনও সদস্য ফের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। ‘বিগ বি’-র অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে নানা প্রশ্নও রাখেন তাঁর কাছে।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, “৩১ জনের পরীক্ষা করানো হয়। তাঁদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে।”

Advertisement

২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনের শরীরেও বাসা বেঁধেছিল এই মারণ ভাইরাস। চিকিৎসার পর একে একে সেরে ওঠেন বচ্চন পরিবারের সদস্যরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement