Pushpa: The Rule

আরও চোখধাঁধানো ‘পুষ্পা’র দুনিয়া! অল্লুর সঙ্গে হাত মেলালেন কোন বলিউড তারকা?

‘পুষ্পা: দ্য রুল’ ছবি ঘিরে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। ছবির টিজ়ার মুক্তির দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তেজনা। এ বার খবর, ছবিতে দেখা যেতে পারে বলিউডের এক তাবড় তারকাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৯:২৫
Share:

অল্লুর দুনিয়ার পা রাখছেন বলিউডের কোন তাবড় তারকা? ছবি: সংগৃহীত।

২০২১-এর পর আবার ২০২৩। ছবি মুক্তির আগেই ‘পুষ্পা’ জ্বরের আঁচ গোটা দেশ জুড়ে। ‘পুষ্পা: দ্য রুল’ আসছে যে! ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতেই দর্শকের মন জয় করেছিলেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন। এই ছবির হাত ধরেই দক্ষিণী তারকা থেকে সর্বভারতীয় তারকার তকমা পান অল্লু। প্রায় বছর দুয়েকের অপেক্ষার পর আসতে চলেছে দ্বিতীয় ছবি ‘পুষ্পা: দ্য রুল’। প্রথম ছবির থেকে যে আরও বড় মাপে তৈরি হতে চলেছে এই ছবি, সেই নিশ্চয়তা তো ছিলই। এ বার খবর, ‘পুষ্পা ২’-তে অল্লু অর্জুনের পাশাপাশি দেখা যেতে চলেছে তাবড় বলিউড তারকাকে।

Advertisement

খবর, ‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য এক তাবড় বলিউড তারকার কাছে পৌঁছে গিয়েছেন দক্ষিণী পরিচালক সুকুমার। শোনা যাচ্ছে, বলিউডের তিন খানের মধ্যেই কোনও এক জনকে ছবিতে চান তিনি। একান্তই তাঁদের মধ্যে কেউ রাজি না হলে অজয় দেবগনের কথা ভেবেছেন সুকুমার। তবে কোনও না কোনও এক বলিউড তারকাকে নিজের ছবিতে পেতে মরিয়া ‘পুষ্পা’ পরিচালক। গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল, মনোজ বাজপেয়ীকে দেখা যেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে। সেই চর্চায় অবশ্য জল ঢেলেছিলেন অভিনেতা নিজেই। গত কয়েক দিন ধরে কানাঘুষো, ‘আরআরআর’ তারকা রাম চরণকে দেখা যেতে পারে ‘পুষ্পা ২’ ছবিতে। যদিও তা নিয়েও এখনও কোনও বিবৃতি জারি করেননি ছবির নির্মাতারা।

২০২১-এর অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’। ছবিতে মুখ্য চরিত্রে অল্লু অর্জুন। মুক্তির পর সমালোচকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ঝড় তোলে দক্ষিণী পরিচালক সুকুমারের ছবি। দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর সাফল্যের পর ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ তৈরি করছেন পরিচালক সুকুমার। সেই ছবির টিজ়ার মুক্তি নিয়েও জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগে জানা গিয়েছিল, আগামী ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিনেই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির টিজ়ার। এ বার খবর, কয়েক সেকেন্ডের ঝলক নয়, টানা তিন মিনিটের টিজ়ার মুক্তি পেতে চলেছে এপ্রিল মাসে। এই গুঞ্জন প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement