আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।
জীবনের প্রথম জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন আলিয়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন অভিনেত্রী। এ দিনের অনুষ্ঠানে সব থেকে বেশি নজর কেড়েছে আলিয়া শাড়ি। এমনিতেই যে কোনও অনুষ্ঠান বা পুরস্কার গ্রহণে লাখ লাখ টাকা খরচ করে ডিজাইনার পোশক পরেন অভিনেত্রীরা। তবে আলিয়া যেন একেবারেই ছকভাঙা। জীবনের এই বিশেষ মুহূর্তে নতুন পোশাক নয়, পরলেন নিজের বিয়ের শাড়িই। কেন? সেই কারণ জানালেন অভিনেত্রী নিজেই।
বরাবরই পোশাক পুর্নব্যবহারের পক্ষে অভিনেত্রী। অহেতুক পোশাক কেনা একেবারেই পছন্দ নয় আলিয়ার। বিভিন্ন সময় নিজের ব্যাগ থেকে জুতো, জামা— সবকিছুই ‘রিপিট’ করে থাকেন অভিনেত্রী। আলিয়া তাঁর বিয়ের দিনে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সাদা অর্গ্যাঞ্জা শাড়ি্তে সেজেছিলেন। এ দিনও ওই একই শাড়ি পরে নামমাত্র মেকআপ, কপালে ছোট্ট টিপ, গলায় চোকারে নজর কাড়লেন অভিনেত্রী। কেন এই শাড়িটিই বাছলেন অভিনেত্রী? সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “বিশেষ দিনে বিশেষ পোশাক। যা আগে থেকেই আমার কাছে ছিল। যেটা এক দিন বিশেষ ছিল, তা আবারও বিশেষ হতে পারে। বার বার হতে পারে।” পোস্টে ‘রিওয়্যার’, ‘রিইউজ’, ‘রিপিট’, এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেন আলিয়া।