Alia Bhatt

পর্দায় গুপ্তচর সেজেছেন, এ বার স্বামীর জীবনেও কি গোয়েন্দাগিরি করতে হয়েছে আলিয়াকে?

একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে রণবীর কপূরের। বিয়ের পর কি আদৌ বদলেছেন তিনি, জানালেন আলিয়া

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫১
Share:

(বাঁ দিকে) আলিয়া ভট্ট (ডান দিকে) রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

দু’বছর হল বিয়ে করেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। যদিও তাঁর আগে একটা দীর্ঘ সময় একত্রবাস করেছেন তাঁরা। আলিয়া জীবনে আসার আগে রণবীরের প্রেম জীবন নিয়ে চর্চা ছিল সর্বত্র।বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘বচনা এ হাসিনো’ ছবির শুটিংয়ের সময় রণবীর এবং দীপিকার সম্পর্ক তৈরি হয়। তবে, দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর দুই তারকা সম্পর্কে ইতি টেনেছিলেন। এই প্রসঙ্গে দীপিকা পরে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গেও প্রেম করছিলেন রণবীর। তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে নিয়ে এসে দীপিকাকে ঠকিয়েছিলেন রণবীর। এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। ২০১০-২০১৬, ছ’বছর সম্পর্কে থাকার পর ক্যাটরিনার সঙ্গেও বিচ্ছেদ হয় রণবীরের। এর মাঝেও অবশ্য মাহির খান, নার্গিস ফাকরি-সহ অন্য অভিনেত্রীদের সঙ্গে গুঞ্জন শোনা যায় রণবীরের নামে। বিয়ের পর কী বদলেছেন অভিনেতা?

Advertisement

অভিনেত্রী আলিয়া ভট্টের আবার খুব ছোটবেলা থেকেই রণবীরের প্রতি আকর্ষণ। তিনি নাকি ছোটবেলা থেকেই রণবীরকে বিয়ে করতে চাইতেন। বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক হলেও শেষ পর্যন্ত আলিয়ার সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা। তাঁর প্রাক্তন প্রেমিকারা বিভিন্ন সময় প্রকাশ্যে রণবীরকে নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে বরাবরই মৌনী বজায় রেখেছেন অভিনেতা। এ দিকের রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শুধু সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় আলিয়ার। সিদ্ধার্থ তাঁর জীবনে থাকাকালীন ও রণবীরের সঙ্গে বিয়ের করার বাসনার কথা জানান আলিয়া। এমনিতেই মহিলা মহলে জনপ্রিয় আলিয়া স্বামী। তবে কি স্বামীর উপর কখনও গোয়েন্দাগিরি করতে হয় আলিয়াকে?

পর্দায় ‘রাজ়ি’ ছবিতে গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। খুব শীঘ্রই ‘আলফা’ ছবি একই ধরনের একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। মোটামুটি গোয়েন্দাগিরি আয়ত্তে করে ফেলেছেন তিনি। তবে কপিল শর্মার শোতে রণবীরের উপর গোয়েন্দাগিরির বিষয়ে প্রশ্ন করা হলে একবাক্যে আলিয়া বলেন, ‘‘কখনও এমন সুযোগ আসেনি যে, তেমন কিছু করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement