আলিয়া।
অতিমারি পরিস্থিতিতে বলিউডে শুটিং করা খরচসাপেক্ষ এবং দুরূহ। তবে প্রথম প্রযোজনার জন্য কোনও ত্রুটি রাখতে চাইছেন না আলিয়া ভট্ট। শুটিং চলছে ‘ডার্লিংস’-এর, যে ছবিতে আলিয়ার সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথিউ। এই ছবি দিয়ে ডেবিউ করছেন পরিচালক জসমিত কে রিন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অন্ধেরির এক অভিজাত হোটেলে একশো ক্রু সদস্যকে রাখা হয়েছে। গত সপ্তাহ থেকেই তাঁরা রয়েছেন সেখানে। বায়ো-বাবলে শুট করার জন্য এই ব্যবস্থা। প্রথমে ৫০ জন ক্রু সদস্যকে নিয়ে শুটিং শুরু হলেও, পরে সংখ্যা বাড়ানো হয়েছে একটি বিশেষ দৃশ্যের শুটের জন্য। আউটডোরের বেশির ভাগ শুট হচ্ছে অন্ধেরির আশপাশের এলাকায়। আর ইনডোরের শুটের জন্য হোটেলের একটি বড় অংশ সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।
আলিয়ার সঙ্গে এই ছবির সহ-প্রযোজনায় শাহরুখ খানের সংস্থা। বায়ো-বাবলের খরচ বহন করা বলিউডের সব প্রযোজকের পক্ষে সহজ নয়। তাই অনেক প্রযোজক শুটিং পিছিয়েও দিয়েছেন। শোনা যাচ্ছে, অগস্টের মাঝামাঝি ছবির একটি শিডিউল শেষ করতে চাইছেন পরিচালক।