আলি জাফর। পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। স্কেচ শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তার পর ছোট পর্দায় সিরিয়াল থেকে ফিল্ম।
অভিনয়ের পাশাপাশি আলি জনপ্রিয় গায়কও। ২০১০ সালের ফিল্ম ‘তেরে বিন লাদেন’-এ বলিউডে ডেবিউ করেন।
আলিয়া ভট্ট এবং অনুষ্কা শর্মার মতো বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন আলি। তিনি আবার কর্ণ জোহরের পছন্দের অভিনেতা। এহেন আলি জাফর বারবার যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাঁর সহ অভিনেত্রীরাই এমন অভিযোগ করেন।
২০১৮ সালের ১৯ এপ্রিল প্রথম তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন পাক গায়িকা মিশা সফি।
‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে অভিনয় করেছিলেন মিশা। দুই সন্তানের মা মিশার অভিযোগ, আলি জাফর তাঁকে একাধিক বার যৌন নির্যাতন করেছেন।
মিশার দাবি, তাঁর গোটা পরিবারের জন্যই এই অভিজ্ঞতা ভয়ঙ্কর ছিল। আলি জাফর তাঁর বহু দিনের পরিচিত। এক সঙ্গে বহু অনুষ্ঠানও করেছেন। কিন্তু আলি তাঁর বিশ্বাসভঙ্গ করেছেন বলে দাবি করেন পাক গায়িকা।
টুইটারে পোস্ট করে এই অভিযোগ করে মিশা লেখেন, ‘আমি জানি আমি একা নই’। এর পরই প্রশ্ন ওঠে, তা হলে কি মিশার মতো আরও অনেকের সঙ্গে এমন করেছেন আলি!
মিশার ওই পোস্টের পরই ঝড় ওঠে টুইটারে। পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিতে #মিটু প্রতিবাদ শুরু হয়।
মিশাকে সমর্থন করে অনেকেই আলির বিরুদ্ধে গর্জে ওঠেন টুইটারে। মিশার সমর্থনে প্রথম মুখ খুলেছিলেন ওসমান খালিদ বাট।
তার পর পাকিস্তানি সাংবাদিক মাহাম জাভেদ জানান, তাঁর এক আত্মীয়কে জোর করে চুম্বন করতে চেয়েছিলেন আলি।
এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৯ জন মহিলা আলির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এই তালিকার শেষ সংযোজন পাকিস্তানি মেকআপ শিল্পী লীলা ঘানি।
সম্প্রতি তিনিও আলির বিরুদ্ধে একই অভিযোগ আনেন। সোশ্যাল মিডিয়ায় লীলা একের পর এক পোস্ট করেন আলির বিরুদ্ধে। আলি তাঁকে বারবারই কুপ্রস্তাব দিয়েছেন, তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন, অভিযোগ লীনার।
তবে এ সবে তেমন কিছুই যায় আসেনি আলির। তিনি সবটাই অস্বীকার করে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে।
২০০৯ সালে দীর্ঘ দিনের পরিচিত আয়েশাকে বিয়ে করেন আলি। লাহৌরে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। তাঁদের দুই ছেলেমেয়ে।
অনেকেই জানেন না, আলি জাফরের সঙ্গে এক বলিউড সুপারস্টারের পারিবারিক যোগ রয়েছে।
আলির স্ত্রী আয়েশা হলেন বলি সুপারস্টার আমির খানের তুতো বোন। সেই সূত্রে আলি এবং আমির একে অপরের ভায়রাভাই।