Ajay Devgan

ন্যাড়া হচ্ছেন অজয় দেবগণ, হঠাৎ কী ঘটল!

অতিমারি, লকডাউন মিলিয়ে দীর্ঘ দিন শ্যুটিং বন্ধ ছিল। অজয় এ বার পুরোদস্তুর ফিরছেন কাজে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২০:৩২
Share:

ন্যাড়া হচ্ছেন অজয় দেবগণ।—ফাইল চিত্র

ন্যাড়া হচ্ছেন অজয় দেবগণ! না, কোনও সমস্যার কারণে নয়, বরং ছবির প্রয়োজনেই। নাম ‘চাণক্য’।

Advertisement

অতিমারি, লকডাউন মিলিয়ে দীর্ঘ দিন শ্যুটিং বন্ধ ছিল। অজয়ও দেদার সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। কিন্তু এ বার তিনি পুরোদস্তুর ফিরছেন কাজে। একসঙ্গে শুরু করে দিয়েছেন বেশ কয়েকটি ছবির গোড়ার কাজও। এর মধ্যে রয়েছে ‘মেডে’র মতো ছবিও।

কিন্তু ‘চাণক্য’র পরিকল্পনা এখনকার নয়। বহু দিন ধরেই নীরজ পাণ্ডে ভারতীয় দার্শনিক চাণক্যকে নিয়ে সিনেমা বানানোর কথা ভাবছেন। চাণক্যের চরিত্রে প্রথম থেকেই তাঁর পছন্দ ছিলেন অজয় দেবগণ।

Advertisement

লকডাউনের পর এক সময় শোনা যায়, এই ছবিটি নাকি আর হবে না। কিন্তু লকডাউনের পরে কাজ শুরু হতেই অজয়ের তরফে জানান হয়েছে, আর দেরি নয়, এ বার শুরু হবে ‘চাণক্য’র কাজ। ভারতীয় দার্শনিকের ভূমিকায় অভিনয়ের জন্য অজয় ন্যাড়া হচ্ছেন বলেও জানানো হয়েছে। শুধু মাথা কামানোই নয়, শরীরে বেশ কিছু পরিবর্তন দরকার চরিত্রের প্রয়োজনে। আর সেই কাজও নাকি অজয় শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।

আরও পড়ুন: বিপুল পাওনা, রামগোপালের সঙ্গে আর ছবি করবে না শিল্পী সংগঠনগুলি

আরও পড়ুন: হাতে সময় নেই, শরীরচর্চার নতুন কী রাস্তা বাছলেন রাকুল প্রিত?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement