Anjana Basu

অসুস্থতা কাটিয়ে সিরিয়ালে ফিরেছেন অঞ্জনা, কবে রাজনীতির ময়দানে দেখা যাবে অভিনেত্রীকে?

দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। অবশেষে সিরিয়ালে ফিরেছেন অভিনেত্রী অঞ্জনা বসু। তবে শুধু অভিনয় নয়, রাজনীতির মঞ্চেও শীঘ্রই ফিরতে চান অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১১:৪৪
Share:

অঞ্জনা বসু। —ফাইল চিত্র।

অসুস্থতার কারণে রোল, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে ছিলেন। প্রায় এক বছর পরে কাজে ফিরেছেন অভিনেত্রী অঞ্জনা বসু। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন ‘রূপসাগরে মনের মানুষ’ সিরিয়ালে। এখন প্রশ্ন, রাজনীতিতে কবে ফিরবেন তিনি?

Advertisement

অনেক দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অঞ্জনা। অসুস্থ থাকায় রাজনীতি থেকেও সরে গিয়েছিলেন। এখন আবার ফিরতে চান। তিনি বললেন, “অসুস্থতার কারণে আমি যেমন শুটিং ফ্লোরে যেতে পারিনি তেমনই রাজনীতির মঞ্চেও নামতে পারিনি। এ বার একটু একটু করে দলের কাজও শুরু করেছি। খুব উপভোগ করি এই জগৎটা। এটা একটা অন্য পৃথিবী। বলে বোঝানো যাবে না। ভোটের সময় দেড় মাস রাস্তায় নেমে কাজ করেছিলাম। সেই অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য রকম।। যাঁরা এই বলয়ের মধ্যে আছেন, তাঁরা ছাড়া এটা কেউ বুঝতে পারবেন না।” তবে এটাও জানালেন, রাজনৈতিক মতাদর্শের উপর যদি মানুষ পরস্পরকে বিচার করে, সেটা খুবই অন্যায় হবে।

তিনি নিজে অভিনয় এবং রাজনীতি দুটোই একসঙ্গে করতে চাইলেও মনে করেন অভিনয়ের জগতে রাজনীতির রং না লাগাই ভাল। অঞ্জনার কথায়, “ফ্লোর আমাদের শিল্পীদের। এখানে শুধু শিল্পই কথা বলবে। স্টুডিয়োর অন্দরে রাজনৈতিক রং না লাগাই ভাল।” ভবিষ্যতে পুরোদমে রাজনীতির ময়দানে নামার ইচ্ছা অঞ্জনার।

Advertisement

শেষ ‘পিলু’ সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল। সেখানে অভিনয় করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। ‘রূপসাগরের মনের মানুষ’ সিরিয়ালে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আবার পর্দায় ফেরার পরেও বার বার তাঁর মনে ভয় কাজ করছে। অঞ্জনা বললেন, “আমি সত্যিই আর উত্তেজিত হই না। বরং ভয় করে, আবার যদি অসুস্থ হয়ে পড়ি।” আপাতত সুস্থ ভাবে বাঁচাই তাঁর জীবনের লক্ষ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement