অদিতি মুন্সী। ছবি: সংগৃহীত।
অসুস্থ সঙ্গীতশিল্পী ও ত়ৃণমূল বিধায়ক অদিতি মুন্সী। আচমকাই পর পর শো বাতিল হতে থাকে অদিতির। অল্প অল্প শীত পড়েছে। তার মধ্যে জগদ্ধাত্রী পুজো চলছে। এমনিতেই এই সময়টা শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। রাজ্যের বিভিন্ন জেলা কিংবা দেশে-বিদেশে শো করতে যান তাঁরা। এমন সময় সমাজমাধ্যমের পাতায় পোস্ট দিয়ে অদিতি জানালেন আগামী সব শো বাতিল করছেন। হঠাৎ কী হল অদিতির?
আনন্দবাজার অনলাইনের তরফে অদিতিকে যোগাযোগ করা হলে জানা যায়, গায়িকার গলা একেবারেই ভেঙে গিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ভয়েস ইনজ্যুরি’। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি। তাই এক প্রকার বাধ্য হয়েই শোগুলি বাতিল করতে হল অদিতিকে। তাঁর সহকারী জানান, দুর্গাপুজোর সময় থেকেই তিনি একের পর এক শো করছেন। মাঝে আমেরিকায় যান গানের অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তন হওয়ায় বেশ প্রভাব ফেলেছে অদিতির কণ্ঠে। লাগাতার শো থাকায় বিশ্রাম পায়নি তাঁর গলা। তাই অসুস্থ হয়ে পড়েন। আপাতত ক’দিন চিকিৎসক তাঁকে ‘ভয়েস রেস্ট’-এ থাকার পরমার্শ দিয়েছেন। সেটি মেনে চলছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই তিনি ফিরবেন মঞ্চে। আগামী মাস থেকেই ফের শো শুরু করবেন অদিতি।
অনুরাগীদের উদ্দেশে নিজের সমাজমাধ্যমের পাতায় অদিতি বিবৃতি দিয়ে লেখেন, ‘‘গলার অবস্থা খারাপ। তবে আপনাদের গান না শোনাতে পারার দুঃখ রয়েছে। আশা করছি, দ্রুত ফিরে আসতে পারব গানের জগতে।’’ ২২ নভেম্বর চন্দনগরে, ২৩ নভেম্বর কনকপুরের বালিপুর তরুণ সংঘ ক্লাব, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠান ছিল তাঁর। শারীরিক অসুস্থতার কারণে সব ক’টি বাতিল করা হয়েছে।