Celeb Birthday

সুব্রত ভট্টাচার্যের জীবনীছবিতে নায়ক হবেন সাহেব? অভিনেতার জন্মদিনে জানতে চাইলেন সুস্মিতা

কোনও দিন খেলা নিয়ে কোনও কথা হয়নি। তবু সাহেব ভট্টাচার্যের জন্মদিনে আনন্দবাজার অনলাইনের কাছে এই ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:৫২
Share:

ধারাবাহিক ‘কথা’র সেটে সুস্মিতা দে-কে বাহুতে বাঁধলেন সাহেব ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম।

সাহেব ভট্টাচার্য প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুব্রত ভট্টাচার্যের ছেলে। তবু ধারাবাহিক ‘কথা’র সেটে কখনও সুস্মিতা দে-র সঙ্গে খেলাধুলো নিয়ে কথা হয় না। কিন্তু এমন তো হতেই পারে, বাংলায় ফুটবল খেলোয়াড়ের জীবন নিয়ে ছবি তৈরি হল। সেখানে সাহেব নির্বাচিত হলেন। তখন কার চরিত্রে ধারাবাহিকের নায়ক ‘এভি’কে দেখতে চাইবেন নায়িকা ‘গোবর দেবী’ ওরফে ‘কথা’? সাহেবের জন্মদিনে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সুস্মিতার সঙ্গে। তখনই কথায় কথায় এই প্রশ্ন।

Advertisement

চার চারটি ধারাবাহিকে অভিনয় করে নায়িকা অভিনয়ের পাশাপাশি কথাবার্তাতেও চৌকস! সামান্য ভেবে জবাব দিলেন, “সাহেবদার বাবা, মানে সুব্রত ভট্টাচার্যের ভূমিকাতেই ওকে দেখতে চাইব।” তার পরেই হাসতে হাসতে পাল্টা প্রশ্ন, “সাহেবদা কি রাজি হবে?”

নায়কের জন্মদিনে নায়িকা অকপট, এটাই স্বাভাবিক। নানা কথায় এ দিন সুস্মিতা ধারাবাহিকের শুরুর দিনগুলোয় ফিরে গিয়েছিলেন। তাঁর কথায়, “সাহেবদা অনেক অভিজ্ঞ। জুটি বাঁধার আগেই জেনেছিলাম। তাই লুক সেটের সময় প্রচণ্ড ভয়ে। ওরে বাবা! না জানি কত রাগী। নির্ঘাৎ ভুল করলেই বকবে!” লুক সেটের ছবিতে নায়িকা তাই আড়ষ্ট। সেই সমস্যা তাঁর প্রথম কিছু দিন ছিল। ধীরে ধীরে লক্ষ করলেন, এতটাও ভয়ানক নন তাঁর নায়ক। “ব্যস, আমার ভয় ভাঙল। এখন তো রীতিমতো সাহেবদার সঙ্গে হাসাহাসি, ঠাট্টা করি।” তা হলে গত রাতে একসঙ্গে জন্মদিনের পার্টিও করেছেন? সঙ্গে সঙ্গে সাবধানি জবাব, “রবিবার, ছুটির দিন। আমি বিশ্রামের মেজাজে।”

Advertisement

কিন্তু টেলিপাড়া যে বলে, ছোট পর্দার ‘এভি’ নাকি বাস্তবেও একটু বেশিই রাগী?

বলবেন কি বলবেন না ভাবতে ভাবতে বলেই ফেললেন সুস্মিতা, “একটু রাগী। ধরুন, একটি শট এক টেকে নেওয়ার কথা। কিন্তু আমি ভুল করে ফেললাম। সাহেবদা রেগে গেল। আমি কথা না বাড়িয়ে একটু সরে গিয়ে বসে থাকলাম। একদম চুপচাপ। কিছু ক্ষণ পরে নিজেই এসে সাহেবদা কথাবার্তা বলে পরিবেশ হালকা করে দিল। আমরা আবার হাসিঠাট্টা করতে করতে শুটিং শুরু করলাম।” ছোট পর্দায় নায়ক ‘শেফ’। বাস্তবেও সাহেবদের বাড়িতে খাওয়াদাওয়ার চল রয়েছে... কথা শেষের আগেই নায়িকা জানালেন, হ্যাঁ তিনিও সেটাই শুনেছেন, দেখেওছেন। আনন্দবাজার অনলাইনের ফ্যাশন শুটে কাজ করতে গিয়ে অভিনেতার মায়ের হাতে বানানো কচুরি-সাদা আলুর তরকারি খেয়েছেন। তা বলে এখনও সাহেবের মতো খাদ্যরসিক হতে পারেননি।

সব মাধ্যমেই সাহেব সফল অভিনেতা। সুস্মিতা তাঁর ‘এভি’কে কোন মাধ্যমে বেশি দেখতে চান?

যেন পরীক্ষায় জানা প্রশ্ন পেয়েছেন! এমন ভাবে ফের হাসতে হাসতে চেনা জবাব সুস্মিতার, “এখন সব মাধ্যম সমান। বিষয় আর অভিনয়— এই দুটো আসল। সাহেবদাও এই দুটো বিষয়কে আঁকড়ে সব মাধ্যমে চুটিয়ে কাজ করুক। আরও সফল হোক।” জন্মদিনে এটাই মন থেকে চাইছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement