Preity Zinta

প্রেমিক ভাগ্য ভাল নয় প্রীতির, কখনও হেনস্থা, কখনও সহ-অভিনেত্রী কেড়ে নিয়েছেন মনের মানুষ

শুধু ধনকুবের নেস নন, আরও এক বিদেশি প্রেমিক ছিল প্রীতির। তবে ‘দিল চহতা হ্যায়’ ছবির সহ-অভিনেত্রী নাকি কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৮:০৪
Share:
বার বার প্রেম ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রীতিকে।

বার বার প্রেম ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রীতিকে। ছবি: সংগৃহীত।

বলি অভিনেত্রী প্রীতি জ়িন্টা ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন নাগরিক জেন গুডএনাফকে। জেন পেশায় ফিনান্সিয়াল অ্যানালিস্ট। বলিউড থেকে দূরে স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন উপভোগ করছেন প্রীতি। তবে প্রীতির প্রেমিক ভাগ্য বরাবরই খারাপ। একদা ভারতীয় শিল্পপতি ধনকুবের নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও তিক্ততার মধ্যে দিয়ে তাঁদের সম্পর্ক শেষ হয়। ২০১৩ সালে পুলিশের দ্বারস্থ হন প্রীতি। নেসের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, প্রকাশ্যে তাঁকে অপদস্থ করেছেন নেস। সহকর্মী, বন্ধু এবং পরিজনদের সামনে নেসের জন্য তাঁকে লজ্জায় পড়তে হয়েছে। শুধু নেস নন, আরও এক বিদেশি প্রেমিক ছিল তাঁর। তবে ‘দিল চহতা হ্যায়’ ছবির সহ-অভিনেত্রী নাকি কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

Advertisement

অভিনেত্রী সুচিত্রা পিল্লাইয়ের স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল প্রীতির। ‘দিল চহতা হ্যায়’ ছবিতে দু’জনে একসঙ্গে কাজও করেছেন। যদিও প্রীতির সঙ্গে কখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না বলেই জানান সুচিত্রা। সেই সময় নাকি অনেকের প্রেমিক ছিনতাই করেছেন বলে তকমা পান সুচিত্রা। তবে প্রীতির সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে তাঁর কোনও হাত ছিল না বলেই জানান সুচিত্রা। তাঁর কথায়, ‘‘স্বামী লার্স কেজেলডেন আগে প্রীতির সঙ্গে সম্পর্কে ছিলেন । ওদের বিচ্ছেদে আমার কোনও প্রভাব নেই। প্রীতি এবং আমি কখনওই বন্ধু ছিলাম না। আমরা পরিচিত ছিলাম। কিন্তু, হ্যাঁ, লার্স কেজেলডেন কিছু সময়ের জন্য প্রীতির সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগে তাঁদের প্রেম ভেঙে যায়, এটাই সত্য। আমি তাঁদের মাঝখানে আসিনি; তারা সম্পূর্ণ ভিন্ন কারণে আলাদা হয়ে গিয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement