—প্রতীকী ছবি।
বহু দিন ধরে লটারি কাটার কথা ভাবছেন, তবে সাহস করে উঠতে পারছেন না। লটারি কেটে পুরস্কার পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্য যদি সঙ্গ দেয় তা হলে পুরস্কার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ভয় না পেয়ে এক বার কম অঙ্কের হলেও লটারির টিকিট কেটেই দেখুন। কাটার আগে এক বার এই প্রতিবেদনে চোখ বুলিয়ে নিন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ০১ তারিখ থেকে ০৫ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন।
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে খুব বেশি ঝোঁক দেখানো উচিত হবে না। ভাগ্যে প্রাপ্তিযোগ নেই।
বৃষ– এই সপ্তাহটা লটারির দিক দিয়ে বৃষ রাশির জন্য মধ্যম প্রকৃতির থাকবে। মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন, ভাল প্রাপ্তিযোগ রয়েছে।
কর্কট– সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে সেই সময় লটারির টিকিট কেটে দেখতে পারেন।
সিংহ– সিংহ রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন। প্রথম দিকে লটারি কাটতে যাবেন না।
কন্যা– এপ্রিলের প্রথম সপ্তাহে কন্যা রাশির লোকেদের খুব বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না।
তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়, আবার খুব যে মন্দ তা-ও নয়। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন।
বৃশ্চিক– এই সপ্তাহের মধ্য ভাগটা বৃশ্চিক রাশির জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
ধনু– ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। সপ্তাহের যে কোনও সময়ই আপনাদের জন্য অনুকূল।
মকর– এপ্রিলের প্রথম সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। মোটামুটি প্রাপ্তিযোগ রয়েছে।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময়ে লটারি কাটতে পারেন।
মীন– মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)