নেহার হয়ে গর্জে উঠলেন রোহন। ছবি: সংগৃহীত।
বৃহস্পতিবার সন্ধ্যায় অবশেষে সত্য প্রকাশ্যে আনলেন নেহা কক্কর। মেলবোর্নের অনুষ্ঠানে তিন ঘণ্টা দেরি করে পৌঁছোনোর কারণে দর্শক আসন থেকে শুনতে হয় টিটিকিরি। ‘গো ব্যাক’ স্নোগান থেকে 'ভারতে ফিরে যান', 'ন্যাকা' তকমা... বাদ পড়েনি কিছুই। মঞ্চে দাঁড়িয়ে কেঁদে ফেলেন নেহা। তবু চলতে থাকে কটাক্ষ। অবশেষে সে দিনের অনুষ্ঠানে তিন ঘণ্টা দেরি করে পৌঁছোনোর নেপথ্য কারণ জানালেন নেহা। বিনা পয়সায় অনুষ্ঠান করেছেন তিনি। শুধু তা-ই নয়, টাকা নিয়ে নাকি পালিয়ে যান উদ্যোক্তারা। বিদেশের মাটিতে স্ত্রীর অপমান সহ্য করতে পারেননি স্বামী রোহনপ্রীত সিংহ।
বৃহস্পতিবারই নেহা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠান করতে গিয়ে যে ঘোর বিপদের মুখে পড়েছিলেন, সেখানে স্বামী রোহনই টাকাপয়সা থেকে শুরু করে থাকার বন্দোবস্ত পর্যন্ত করেন। যাবতীয় বাধাবিপত্তি কাটিয়ে মঞ্চে উঠলেন যখন, তখনও ছাড় পেলেন না নেহা। এ বার স্ত্রীর অপমানে গর্জে উঠলেন রোহন। জানালেন, স্ত্রীকে নিয়ে গর্বিত তিনি। পাশাপাশি, আগে থেকে কারও প্রতি কোনও ধারণা তৈরি করার আগে খানিকটা সময় নিয়ে সব দিক বিবেচনা করার অনুরোধ জানান রোহন। রোহনের কথায়, ‘‘আমি অত্যন্ত বিনয়ের সাথে কথাটা বলছি, যত ক্ষণ না আমরা সত্যটি জানি, তত ক্ষণ আমাদের কখনওই কাউকে বিচার করা উচিত নয়। আসলে, এটা আমাদের সকলের জীবনের ক্ষেত্রে মেনে চলা উচিত! আমার স্ত্রী এবং তাঁর ব্যান্ডের প্রতি অগাধ শ্রদ্ধা, যাঁরা এত অসুবিধা এবং বিশৃঙ্খলার পরেও মঞ্চে উঠেছিলেন!’’