Solanki Roy

সোনালিদি যত ক্ষণ ফ্লোরে থাকতেন, পুরো আমেজটাই বদলে যেত: শোলাঙ্কি

‘গাঁটছড়া’ ধারাবাহিকে খড়ির জেঠিমার চরিত্রে অভিনয় করতেন সোনালি চক্রবর্তী। ‘জেঠিমা’কে হারিয়ে শোক প্রকাশ শোলাঙ্কির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১১:২৩
Share:

‘জেঠিমা’কে হারিয়ে শোক প্রকাশ খড়ির। ছবি: সংগৃহীত

সোমবার ভোর ৪টের সময়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি অভিনয় করতেন ‘স্টার জলসা’র ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। খড়ির জেঠিমা হিসাবেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই সেই খড়ি মানে শোলাঙ্কি রায় সোনালির মৃত্যুতে ভেঙে পড়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইনের তরফে শোলাঙ্কির সঙ্গে যোগাযোগ করায় তিনি বললেন, ‘‘সকাল সকাল এ রকম একটা খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি জানি সোনালিদি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে, দিদি ঠিক সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ভাগ্যের লিখন আমরা কেউই তো বদলাতে পারব না।’’

অভিনেত্রী আরও বললেন, ‘‘সোনালিদির সঙ্গে খুব বেশি দৃশ্য আমার থাকত না। উনি আমার জেঠিমার চরিত্রে অভিনয় করতেন। কিন্তু দিদির উপস্থিতি আমাদের মেক আপ রুমের আমেজটাই বদলে দিত। এক দিকে প্রচণ্ড মজা করতেন, আবার কারও কোনও প্রয়োজনে দিদিকে সহজেই পাওয়া যেত।’’

Advertisement

শোলাঙ্কির কথায়, ‘‘শেষের দিকে শারীরিক অসুস্থতার কারণেই দিদি সেটে কম আসতেন। মানুষটা খুবই ধীরে কথা বলতেন। কিন্তু যেটুকু সময় থাকতেন, ফ্লোরের আমেজ বদলে যেত। আসলে দিদি ছিলেন একদম আমাদের মায়ের মতো। সোনালিদির সঙ্গে প্রচুর আড্ডা দিয়েছি। ওঁর থেকে ইন্ডাস্ট্রির পুরনো দিনের প্রচুর গল্প জেনেছি। এখন সেই আড্ডাগুলোই বেশি করে মনে পড়ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement