LA wildfire

বরাতজোরে বাঁচলেন প্রীতি! বিধ্বংসী আগুনের মাঝে কেমন আছে অভিনেত্রীর পরিবার?

চোখের সামনে দেখেছেন একের পর এক বাড়ি পুড়ে যেতে। এমন দৃশ্য যে লস অ্যাঞ্জেলেস শহরে কখনও দেখতে হবে কল্পনাতীত ছিল নায়িকার, দাবানলের মাঝে কেমন আছেন প্রীতি জ়িন্টা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১২:১৮
Share:

কেমন আছেন প্রীতি জ়িন্টা ও তাঁর পরিবার? গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলেস লেলিহান আগুনের গ্রাসে। চারপাশে শুধুই ধ্বংসের ছবি। প্যারিস হিল্টন থেকে অ্যান্থনি হপকিন্স, দুয়া লিপার মতো তারকাদের বাড়ি পুড়েছে। লস অ্যাঞ্জেলেসের আকাশ লাল, চার দিক ঢেকে গিয়েছে ধোঁয়ায়। শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামী তারকাও থাকেন সেই শহরে। বলি অভিনেত্রী প্রীতি জ়িন্টা তাঁদের মধ্যে অন্যতম। সেখানকার নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানেই থাকেন প্রীতি। দুই যমজ সন্তান রয়েছে তাঁর। চোখের সামনে দেখেছেন একের পর এক বাড়ি পুড়ে যেতে। এমন দৃশ্য যে লস অ্যাঞ্জেলেস শহরে কখনও দেখতে হবে কল্পনাতীত ছিল নায়িকার। কেমন আছে তাঁর পরিবার, জানালেন অভিনেত্রী।

Advertisement

নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি জানিয়েছেন এখন তাঁরা সুরক্ষিত। কিন্তু বিগত কয়েক ঘণ্টায় যা দেখেছেন তা অবিশ্বাস্য তাঁর কাছে। প্রীতি লেখেন, ‘‘দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলেসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোককে বাড়ি থেকে বার করে আনতে হচ্ছে। আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায়ায়। সারা ক্ষণ একটা ভয়, যদি এই দমকা হওয়া না কমে তা হলে কী হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি।’’

প্রিয়ঙ্কা চোপড়ারও বাড়ি রয়েছে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, “এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। রাত জেগে যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাঁদের ধন্যবাদ। দাবানলে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement