Salman Khan

সলমন, ক্যাটরিনার মাঝখানে নতুন নায়িকা! চুপিচুপি কাকে আনা হল ‘টাইগার ৩’-এ?

ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার পিছনে মূল কারণ কি নতুন নায়িকার আগমন? ‘টাইগার ৩’-র সেটে ঠিক কী চলছে, তা নিয়ে ফের জল্পনা। এ বার এলেন কে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৪:৩৬
Share:

‘টাইগার ৩’-র সেটে ঠিক কী চলছে, তা নিয়ে ফের জল্পনা, এ বার এলেন কে? -ফাইল চিত্র

বহু প্রতীক্ষার পরও এ বছর সলমন খানের কোনও ছবি আসবে না। মুক্তি পিছিয়ে গিয়েছে ‘টাইগার ৩’-এরও। কারণ অবশ্য ঘোষণা করেননি নির্মাতারা। তবে জানা গিয়েছে, ২০২৩ সালের দিওয়ালির আগে ছবি মুক্তির সম্ভাবনা নেই। ইতিমধ্যে নতুন খবর শোনা যাচ্ছে।

Advertisement

‘টাইগার ৩’-এর সেটে এসেছেন নতুন নায়িকা। সলমন খান আর ক্যাটরিনা কইফ ছাড়াও এ ছবিতে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। কে তিনি?

কানাঘুষো শোনা যায়, সেটে নতুন আনা হয়েছে টেলিভিশন এবং ওটিটি তারকা ঋদ্ধি ডোগরাকে। যদি তা-ই হয়, ঋদ্ধির কেরিয়ারেও এটি বড় বাঁক হবে বলে মনে করছেন অনুরাগীরা। ‘মর্যাদা লেকিন কব তক?’, ‘সাবিত্রী’, ‘ও আপনা সা’-সহ বহু টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য ম্যারিড ওম্যান’-এ।

Advertisement

২০২৩ সালের ইদের দিনে মুক্তি পাওয়ার কথা ছিল মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-র। কিন্তু মুক্তির দিন পিছিয়ে যাওয়ার কথা কিছু দিন আগেই ঘোষণা করে যশ রাজ ফিল্মস। খবর ভাগ করে নেন সলমনও। শুটিং পরিকল্পনায় বড়সড় কোনও রদবদল হতে চলেছিল কি? তাই কি পিছিয়ে গেল মুক্তি? সেটে নতুন অভিনেত্রীর আগমনের কথা এখনও প্রকাশ্যে আনেননি কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement