Madhu

জুহি চাওলার পরিবারের অংশ হয়ে আমার কোনও লাভ হয়নি : মধু

এক সময়ে নাকি মধুর বিশেষ এক সম্বোধনে বেশ রুষ্ট হয়েছিলেন জুহি চাওলা। সম্প্রতি এই ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী মধু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১৭:৩৩
Share:

(বাঁ দিকে) জুহি চাওলা। মধু। ছবি: সংগৃহীত।

বি-টাউনে দুই অভিনেত্রীর মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক নতুন নয়। মুখ দেখাদেখি বন্ধ হওয়ারও ঘটনা রয়েছে। পারিবারিক সম্পর্ক থাকলেও শোনা যায় এক সময় নাকি অভিনেত্রী জুহি চাওলা ও মধু-র সম্পর্ক মোটেও মধুর ছিল না। সম্প্রতি এই ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী মধু।

Advertisement

এক সময়ে নাকি মধু-র বিশেষ এক সম্বোধনে বেশ রুষ্ট হয়েছিলেন জুহি চাওলা। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মধু বলেন, ‘‘আমি বুঝতে পারছি না ঠিক কী বলছেন। তবে কপিল শর্মার শো-তে আমি আর জুহি দু’জনেই অতিথি ছিলাম। আমার মনে হয়, সেখান থেকেই কিছু হয়। আমার নাম নিয়ে কিছু কথা হয়। আমার বিভিন্ন নাম রয়েছে। যদিও মধু হিসেবেই আমি পরিচিত অভিনয় জগতে।’’

মধু আরও বলছেন, ‘‘জুহি পঞ্জাবি পরিবারের মেয়ে এবং গুজরাতি পরিবারে বিয়ে হয়েছে. অন্যদিকে আমি দক্ষিণ ভারতীয় পরিবারে জন্মেছি আর আমারও বিয়ে হয়েছে গুজরাতি পরিবারেই। তাই জুহি আমায় ‘মধু বেন’ বলে ডাকতে শুরু করে।আমি ভাবলাম মজা করেই বলছে। তার পরে আমিও ওকে ‘জুহি বেন’ বলে ডাকা শুরু করি। এটুকুই। এ ছাড়া আমাদের মধ্যে আর কোনও বিতর্ক নেই।’’

Advertisement

জুহির দূর সম্পর্কের ননদ মধু। জুহি চাওলার ননদ হিসেবে বিশেষ কোনও সুবিধা পাননি বলে জানান মধু। বিশেষ কোনও প্রভাবও পড়েনি। মধু বলছেন, ‘‘জুহি অনেক দেরিতে আমাদের পরিবারে এসেছে। তখন আমার বিয়ে হয়ে গিয়েছে। তত দিনে প্রায় আমি অভিনয় ছেড়ে দিয়েছি। তাই জুহির এই পরিবারে আসা আমার জীবনে তেমন প্রভাব ফেলেনি। বরং হেমা মালিনীর দূর সম্পর্কের বোন হওয়ার কিছু ভাল প্রভাব ছিল। ওঁর পরিবার থেকে আসার ফলে সম্মান পেয়েছি।’’ হেমা মালিনীর পরিবারের সঙ্গে যোগ থাকার কারণে ইন্ডাস্ট্রিতে কোনও অবাঞ্ছিত পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়নি বলে জানান মধু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement