নির্মলকুমার ও মাধবী।
মেয়ের আবদারে বহু কাল পরে তিনি বাইরে এলেন। নাতনিদের আবদারে মেয়ের বাড়ি গিয়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। উপলক্ষ, তাঁর স্বামী নির্মলকুমারের ৯২তম জন্মদিন। বিয়ের পরে পঁচিশ বছর সংসার করেছেন নির্মলকুমারের (চক্রবর্তী) সঙ্গে। দুই মেয়ে, মিমি আর নীলাঞ্জনাকে মানুষ করার পরে আলাদা থাকতে শুরু করেন সত্যজিতের চারুলতা। আলাদা থাকলেও আজীবন খোঁজ নিয়েছেন স্বামীর। তাঁর দেখাশোনার দায়িত্ব পালন করেছেন। এমনকি, জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইকে একসঙ্গে খাইয়েছেন মাধবী-নির্মল।
আবাসনের নাম ‘লেক উইন্ডো’। সেখানে তিনি নিজের মতো করে একা। বললেন, ‘‘লকডাউনের পর আর বেরোয়নি। গৃহবন্দি। রোজ চেনা জনের মৃত্যুর খবর শুনতে শুনতে আর কিছুই ভাল লাগে না। নাতনিদের আবদারে নির্মলকুমারের জন্মদিনের জন্য মেয়ের বাড়ি যাই। সেখানেই চকোলেট কেক কাটা। নলেনগুড়ের মিষ্টিমুখ।’’
ঘিয়েরঙা শীতের চাদর মাথায়, সিঁদুর আর গোল টিপে নির্মলকুমারের জন্মদিনের কেক কাটার সঙ্গী হলেন তিনি। পাশে নির্মলকুমার সাদা চুলে এক হাসি নিয়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আপ্লুত অনুরাগীরা। জন্মদিন থেকে জামাইষষ্ঠী, রীতি মেনে একসঙ্গে অনেক কিছু পালন করলেও একসঙ্গে থাকেননি মাধবী-নির্মল। মনের মিল না থাকলে একসঙ্গে থাকা যায় না, ছোটবেলার মায়ের কথা মনে নিয়ে নিয়েছিলেন মাধবী।
নির্মলকুমারের জন্মদিনের কেক কাটার সঙ্গী মাধবী মুখোপাধ্যায়।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিতে বৈষম্য রয়েছে’, বললেন কৈলাস খের
আরও পড়ুন: সন্তানের অপেক্ষা করতে করতে হঠাৎ মন খারাপ কেন অনুষ্কার?