ভাই ইন্দ্রনীলের সঙ্গে তোলা পুরনো ছবি ভাগ করে নিলেন ইন্দ্রাণী হালদার। ছবি: ইন্দ্রাণী হালদার।
মনখারাপ ইন্দ্রাণী হালদারের। রবিবারের সকাল তাঁকে ফিরিয়ে নিয়ে গিয়েছে অতীতে। নিজেকে প্রকাশ করতে সমাজমাধ্যমকে বেছে নিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি মেলে ধরেছেন নিজেকে। জানিয়েছেন, পাঁচ বছর আগে আজকের দিনে, অর্থাৎ ১০ নভেম্বর তিনি হারিয়ে ফেলেছেন তাঁর একমাত্র ভাই ইন্দ্রনীল হালদারকে।
অভিনেত্রীর মতো তাঁর ভাইও অভিনেতা ছিলেন। ইন্দ্রনীলকে দিদির সঙ্গে দেখা গিয়েছে ছোট পর্দায়, ধারাবাহিক ‘উড়নচণ্ডী’তে। জোছন দস্তিদার পরিচালিত এই ধারাবাহিকে তাঁরা ভাই-বোনের চরিত্রেই অভিনয় করেছিলেন। পরে বড় পর্দাতেও তাঁকে দেখা যায়। মঞ্চেও অভিনয় করতেন ইন্দ্রনীল। সে সব স্মৃতি। সে সম্পর্কে সবিস্তার জানতে আন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। একাধিক বার ফোন করলেও সাড়া দেননি অভিনেত্রী।
বদলে সমাজমাধ্যমে ফুটে উঠেছে তাঁর মনখারাপের কথা। তিনি লিখেছেন, “ভাই, আজ পাঁচ বছর হল তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিস। কোথা দিয়ে সময় চলে গেল। কিন্তু আমাদের কষ্ট একটুও কমল না। আমি আর মা রোজই কাঁদি তোর জন্য। যেখানেই থাকিস ভাল থাকিস ভাই।” হারিয়ে ফেলা ভাইয়ের জন্য দিদির এই যন্ত্রণা ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। অভিনেত্রীকে সান্ত্বনা জানিয়ে তাঁরা লিখেছেন, “সময় এ ভাবেই এগিয়ে চলে। কিছুই থেমে থাকে না। কেবল স্মৃতিরা ভিড় করে আসে।” প্রত্যেকের প্রার্থনা, “ইন্দ্রনীল যেখানেই থাকুন ভাল থাকুন।”