পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবি: সংগৃহীত।
মাঝে কিছু জট। যার জেরে সাময়িক থমকে গিয়েছিল শুটিং। বাধা সরতেই ফের ক্যামেরা চালু। শিলাদিত্য মৌলিক ব্যস্ত তাঁর দ্বিতীয় হিন্দি ছবি ‘চড়ক’-এর শুটিংয়ে। ছবিটি প্রযোজনা করছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত পরিচালক সুদীপ্ত সেন। পুরুলিয়ার পর এই মুহূর্তে ঝাড়খণ্ডে রয়েছে গোটা দল। ঝাড়খণ্ডের পাণ্ডবেশ্বরে শুটিং চলছে পুরোদমে। যার ছবি আনন্দবাজার অনলাইনে প্রথম প্রকাশিত। অভিনয়ে সুব্রত দত্ত, অঞ্জলি পাতিল, শাহিদুর রহমান, দেবাশিস মণ্ডল, শ্রেয়া ভট্টাচার্য, সজল মণ্ডল, কৌশিক কর প্রমুখ।
দূরে ছোট ছোট টিলা। নীচে সুপারি গাছের সারি ঘিরে রেখেছে ছোট জলাশয়। শীত না পড়লেও ক্যালেন্ডারের হিসাব মেনে দিন ছোট। সূর্য পাটে না বসলেও সন্ধ্যা হব হব। রোদের তেজ কমে নরম হয়ে ছড়িয়ে পড়েছে রাঙামাটির বুকে। সেখানেই শিলাদিত্যের রবিবারের দৃশ্যগ্রহণ। টানা শটের পর ছোট্ট অবসর মিলতেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন পরিচালক। তাঁর কথায়, “ছবির কাজ প্রায় শেষের পথে। সিংহ ভাগ শুটিং হয়েছে পুরুলিয়ায়। ইচ্ছে, বাকি অংশের শুটিং এখানেই সারব।”
ছবির বিষয় গ্রামবাংলার জনপ্রিয় উৎসব চড়ক। বরাবর সম্পর্কের গল্প বলতে ভালবাসেন শিলাদিত্য। তাঁর ‘সোয়েটার’, ‘হৃদ্পিণ্ড’ ছবিগুলি সে কথাই বলে। বাংলার এই পার্বণ কী ভাবে সেই দিক দেখাতে চলেছে? আনন্দবাজার অনলাইনের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এই পার্বণের দিকে তাকিয়ে থাকে গোটা একটা গ্রাম। পার্বণ ঘিরে এক বছর ধরে অনেক কিছু ঘটে। তার পর যখন উৎসব আসে তখন তার কী প্রভাব পড়ে গ্রামবাসীদের উপর? সেই নিয়েই গল্প।”
পরিচালক আরও জানিয়েছেন, সুদীপ্ত সেন এই গল্প কোনও এক সময় কিনেছিলেন। বিষয়টি তাঁর খুব প্রিয়। তিনিই যোগাযোগ করেন শিলাদিত্যের সঙ্গে। তার পর কাজ শুরু। ‘কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের শেষ নেই। এই ছবিতেও কি সে রকম কোনও উপাদান রয়েছে? পরিচালকের দাবি, “ছবি জুড়ে প্রত্যন্ত গ্রামের গল্প। সেখানে প্রেম আছে, সম্পর্কের বাঁধন আছে। সব ছাপিয়ে রয়েছে ছায়াময় রোমাঞ্চ।” তার পরেই হেসে যোগ করেছেন, কেবল বিতর্কিত কোনও উপাদান নেই।