nusrat jahan

Yash Dasgupta: নিষিদ্ধ হলেন যশ! বেজায় চটলেন অনুরাগীরা

যশমিতা ক্লাবের অনুরাগীরা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২০:১৯
Share:

যশ দাশগুপ্ত।

নুসরত জাহানের ছেলের বাবা যশ দাশগুপ্ত, এই খবর প্রকাশ্যে আসতেই বেজায় ধাক্কা খেয়েছে যশের অনুরাগীরা। অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যাঁরা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। ‘যশরত’কে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টে সে কথা জানিয়েওছেন তাঁরা।

এ দিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথাও অনেকেই ভাবতেন। বুধবার রাতে কলকাতা পুরসভার ওয়েবসাইটে নুসরতের সন্তানের বাবার নামের জায়গায় যশের নাম দেখেই বৃহস্পতিবার যশকে ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানায় তার অনুরাগীরা।

Advertisement

এখানেই শেষ নয়। তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি পোস্টও করেন ইনস্টাগ্রামে। ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় হরফে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement