Bhuswargo Bhayankar

সৃজিত আর ‘ফেলুদা’ করবে না শুনে খুব অভিমান হয়েছে, চোখ ভিজেছে আমার: টোটা

টোটা বলেন, “যখন বাংলায় কেউ কাজ দিচ্ছিল না তখন সৃজিত ডেকে ‘ফেলুদা’র চরিত্র দিয়েছিল। ওর জন্য সেই সময় কলকাতায় থেকে গিয়েছিলাম।”

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩
Share:

এ বার বড় পর্দার ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী? ছবি: টোটা রায়চৌধুরী।

সৃজিত মুখোপাধ্যায় আর ‘ফেলুদা’ করবেন না। ওয়েব সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ ‘ফেলুদা’কে নিয়ে তাঁর শেষ কাজ। ছবির প্রচারঝলক মুক্তির দিন পরিচালক এ কথা ঘোষণা করেছেন। তার পরেই জল্পনা শুরু। সৃজিত যদিও কারণ জানিয়েছেন। সিরিজ়ের জন্য কাশ্মীর গিয়ে শুটিং করেছেন। কারণ, ক্যানভাস বড়। আগামী দিনে ‘ফেলুদা’ নিয়ে কাজ করতে গেলে আরও বড় ক্যানভাস বাছতে হবে। সেটা না পেলে তিনি আর ‘প্রদোষচন্দ্র মিত্র’কে মুঠোফোনে বন্দির চেষ্টা করবেন না। সৃজিতের এই ঘোষণায় মনখারাপ ‘ফেলুদা’ অনুরাগীদের।

Advertisement

পরিচালকের থেকে এই কথা শোনার পর পর্দার ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরীর কতটা মনখারাপ?

সৃজিত-টোটার যুগলবন্দি এখানেই শেষ? ছবি: টোটা রায়চৌধুরী।

অভিনেতার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। টোটার এখন পর পর ছবি এবং সিরিজ় মুক্তি। তার মধ্যে অন্যতম হইচই-য়ের ওয়েব সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’। অভিনেতা কিছুতেই বিষয়টি মন থেকে মেনে নিতে পারছেন না। বিষণ্ণ গলায় বললেন, “খুব মনখারাপ। সৃজিত যখন আমার উপরে ভরসা দেখিয়েছিল, তখন বাংলা বিনোদন দুনিয়ায় আমার কোনও কাজ নেই। টলিউড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা ভাবছি। সেই সময় ‘ফেলুদা’ চরিত্রের জন্য ডাক। সৃজিতের জন্য সে সময় কলকাতায় থেকে গিয়েছিলাম।” তাঁর মতে, যে ভাবে সৃজিতের পরিচালনায় তাঁর কাজ দর্শকেরা পছন্দ করেছেন তাতে আশা করেছিলেন, আরও কয়েকটি সিরিজ় তিনি ‘ফেলুদা’ হবেন। সেই ইচ্ছেয় দাঁড়ি পড়বে, ভাবতে পারেননি।

Advertisement

সৃজিতকে এই পদক্ষেপ না করার অনুরোধ জানাননি? তাঁর দাবি, “বলেছি তো। তার প্রেক্ষিতে সৃজিতের যা যুক্তি দেখিয়েছে সেটাও অস্বীকার করার মতো নয়।” পরিচালকের বক্তব্য অনুযায়ী, ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ বাজেটের বাইরে গিয়ে করা কাজ। সাধারণত, বাংলায় সিরিজ়ের এত ব়ড় বাজেট হয় না। একে ছাপিয়ে আরও বড় মাপের কিছু করা মানে প্রযোজকদের উপরে অযথা চাপ সৃষ্টি করা। যা সৃজিত করতে চান না। ফলে, টোটাও জোর করতে পারছেন না। তিনি এ-ও বলেছেন, “সৃজিত সরে যাওয়া মানে, ‘ফেলুদা’কে আগামী দিনে শুধুই বড় পর্দায় দেখা যাবে। যার স্বত্বাধিকারী একমাত্র পরিচালক সন্দীপ রায়।”

এ সব ভাবতে ভাবতেই ট্রেলারমুক্তির দিন চোখ ভিজেছে অভিনেতার। জানিয়েছেন, এই প্রথম তাঁর অনুভূতি প্রকাশ্যে এসেছে। আগামী দিনে তা হলে কি বড় পর্দার ‘ফেলুদা’ টোটা? অভিনেতার বক্তব্য, তিনি এ সব কিছু ভাবার অবস্থাতেই নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement