ছোট পর্দায় ফিরছেন রোশনি ভট্টাচার্য। ছবি: ফেসবুক।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি, রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ় ‘পরিণীতা’তেও সদ্য অভিনয় করলেন। রোশনি ভট্টাচার্য ফের ছোট পর্দায়! গুঞ্জন, স্টার জলসার ধারাবাহিক ‘তেঁতুলপাতা’য় তিনি নাকি নায়িকার চরিত্রে ফিরছেন! ধারাবাহিকের নায়িকা ঋতব্রতা বসু কি তা হলে সরে যাচ্ছেন?
এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। রোশনির দাবি, তিনি এখনও জানেন না, ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। হতে পারে, তিনি খলনায়িকা হয়ে ফিরবেন। কিংবা তাঁকে নায়িকার সমান্তরাল চরিত্রেও দেখা যেতে পারে। তিনি ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন, এ রকম কোনও খবর তাঁর কাছেও নেই।
ইতিমধ্যেই ধারাবাহিকের প্রচার ঝলকে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘ঝোরা’। বেশবাস বলছে, শিক্ষিতা, অতি আধুনিকা। নায়িকাকেও বলতে শোনা গিয়েছে, নায়কের জীবনের অনেকটাই জুড়ে নাকি ‘ঝোরা’। অর্থাৎ, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোশনিকে। কিন্তু যিনি একের পর এক বড় মাপের ছবি বা সিরিজ়ের গুরুত্বপূর্ণ মুখ, তিনি কেন আবারও ছোট পর্দায়? রোশনির কথায়, “আমার অভিনয় জীবনের শুরু ছোট পর্দা দিয়ে। ধারাবাহিক আমায় পরিচিতি দিয়েছে। পাশাপাশি স্থায়ী উপার্জনও। ফলে, ছোট পর্দাকে ভুলে যাওয়া সম্ভব নয়। তাই সুযোগ মিলতেই আবারও ফিরেছি। বাকিটা দর্শক বলবেন।”