Taapsee Pannu

Taapsee Pannu: ‘কাউকে এতটাও ভয় দেখানো উচিত নয়...’, ছবি বয়কট প্রসঙ্গে মুখ খুললেন তাপসী

শহরে ছবির প্রচারে অভিনেত্রী তাপসী পান্নু। বয়কট প্রসঙ্গে বিস্ফোরক নায়িকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৮:৩৫
Share:

ছবির প্রচারে কলকাতায় উপস্থিত তাপসী পান্নু, একতা কপূর এবং পাভেল গুলাটি।

‘ষণ্ড কি আঁখ’, ‘মনমর্জিয়া’র পর ফের অনুরাগ কাশ্যপ আর তাপসী পান্নুর জুটি। ছবির নাম ‘দোবারা’। ছবির প্রচারে কলকাতায় উপস্থিত নায়িকা। তারকারা যতই ছবির প্রচার করুক না কেন বিতর্ক যেন কখনও তাঁদের পিছু ছাড়তে চায় না। আর এখন তো নতুন ট্রেন্ড ‘বয়কট’ স্লোগান।

Advertisement

মধ্য কলকাতার এক বিলাসবহুল হোটেলের ঠান্ডা ঘরে যখন ‘দোবারা’ নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই উঠে এল বয়কট প্রসঙ্গ। এই নতুন ট্রেন্ড তাঁর কাছে নিছকই কৌতুকের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, “এই মুহূর্তে আমার ‘মেরি কম’ ছবির সংলাপ মনে পড়ছে। কাউকে এতটাও ভয় দেখানো উচিত নয়, যে ভয়ই শেষ হয়ে যায়। এ ক্ষেত্রে তেমনটাই ঘটেছে। প্রতি দিন সকালে প্রতিটি ছবি ঘিরে ‘বয়কট’ প্রসঙ্গ এখন এগুলি আর প্রভাবিতই করে না।’’

অস্ট্রেলিয়া থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক। তাই নায়িকাকে সঙ্গ দিতে হাজির হয়েছিলেন অভিনেতা পাভেল গুলাটি এবং প্রযোজক একতা কপূর। ১৯ আগস্ট মুক্তি পাবে ‘দোবারা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement