Anurag Kashyap

Taapsee-Anurag: তাপসী পান্নুর ‘বক্ষদেশ’ নিয়ে মন্তব্য করে বিতর্কে অনুরাগ, কী করলেন নায়িকা?

অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘দোবারা’-য় মুখ্য চরিত্রে তাপসী। প্রচারে এসে বিতর্কিত মন্তব্য পরিচালকের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১৮:৪০
Share:

তাপসী পান্নুকে, অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘দোবারা’য় নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

তাপসী পান্নু এবং অনুরাগ কাশ্যপ বলিপাড়ার দুই জনপ্রিয় নাম। আপাতত দু’জনেই ব্যস্ত নতুন ছবি ‘দোবারা’র প্রচারে। আর প্রচার মানেই তো প্রশ্নের পাহাড়।

Advertisement

প্রতি বার নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তারকাদের। এ ক্ষেত্রেও তার অন্যথা হল না। কিছু দিন আগে রণবীর সিংহর একটি ফটোশ্যুট নিয়ে তোলপাড় হয়েছিল নেটপাড়া। এ প্রসঙ্গে নায়িকাকে প্রশ্ন করা হয়। রণবীরের মতো এমন ফটোশ্যুটের সুযোগ এলে তিনি কি কখনও করবেন? এমন প্রশ্ন শুনে অনেকটাই বিব্রত অভিনেত্রী। পরিস্থিতি সামলাতে গিয়েই মন্তব্য করে বসেন অনুরাগ।

নিজের শরীরের তুলনা টেনে এনে বলেন, “আমার বক্ষদেশ তাপসীর বক্ষদেশের থেকে অনেক বড়।” না এটা শুনে তাপসী মোটেই রেগে যাননি। বরং উল্টে হেসে কুটোপাটি খান। তবে অনুরাগের এই মন্তব্য এই মুহূর্তে বেশ চর্চায়। ১৯ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘দোবারা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement