Television Celebrity Marriage

রুবেলের গায়ে ছোঁয়ানো হলুদে উজ্জ্বল শ্বেতা, পর্ব মিটতেই দিদি তনুশ্রীর সঙ্গে ফ্রেমবন্দি

হলুদ-লাল চান্দেরি শাড়িতে ঝলমলে বিয়ের কনে। জৌলুস বাড়িয়েছে ফুলসাজ। গায়েহলুদ পর্ব মিটতেই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত শ্বেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৬
Share:

গায়েহলুদের পর শ্বেতা ভট্টাচার্য আর তনুশ্রী ভট্টাচার্য। ছবি: তনুশ্রী ভট্টাচার্য।

রবিবার ভোর থেকে দুই বাড়ির ব্যস্ততা তুঙ্গে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। সন্ধ্যা সাতটায় মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক চার হাত এক করবেন বৈদিক মতে। সকাল থেকে হিন্দু বিবাহ রীতি মেনে সমস্ত আচার নিখুঁত ভাবে পালন করছেন ছোট পর্দার দুই অভিনেতাই, আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন শ্বেতার অভিনেত্রী-দিদি তনুশ্রী ভট্টাচার্য। একই সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্বেতার গায়েহলুদের ছবিও। এ দিন তিনি সেজেছিলেন হলুদ-সাদা ঢাকাই জামদানিতে।

Advertisement

রূপসজ্জা শিল্পী রুদ্র সাহা আগাম জানিয়েছিলেন, এক অনুরাগীর দেওয়া হলুদ চান্দেরি শাড়িতে সাজবেন অভিনেত্রী। শাড়িতে বাড়তি আবেদন সিক্যুইনের লাল পাড়। সঙ্গে মানানসই ফুলের গয়না। ঘরোয়া ভাবে শ্বেতাকে সাজিয়েছেন রুদ্র। শাড়ি পরিয়েছেন আটপৌরে ধাঁচে। নির্দিষ্ট সময়ে রুবেলের গায়ে ছোঁয়ানো হলুদ এসে পৌঁছোয় কনের কাছে। পদ্মের মতো বাথটবে বসে সেই হলুদ গায়ে ছোঁয়াতেই শ্বেতা যেন আরও ঝলমলে। উদ্‌যাপন মিটতেই হাসিমুখে দিদি তনুশ্রীর সঙ্গে ফ্রেমবন্দি।

রবিবার সকাল থেকে হইহই রুবেলের বাড়িতে। না, তিনি শ্বেতার মতো ডিজাইনার পোশাকে সাজেননি। তাঁর পরনে সাদা ধুতি, গায়ে জড়ানো লাল গামছা। এ ভাবেই মায়ের হাত থেকে প্রথম হলুদ মাখেন। পাশে হাসিমুখে একরত্তি নিতবর। গায়েহলুদের আগে তাঁদের বরণ করেন উপস্থিত মহিলারা। পদ্মফুলের মতো সিংহাসনে যেন রাজার মতো বসে রুবেল! সে সব মিটতেই উপস্থিত প্রত্যেকে তাঁদের হলুদ মাখান। খুশির আতিশয্যে বন্ধুদের নিয়ে নাচের ছন্দে মাততে দেখা যায় তাঁকে।

Advertisement

তনুশ্রী আগাম আরও জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় বিয়ের লগ্ন। লাল রঙের বেনারসিতেই সেজে উঠবেন শ্বেতা। তাঁকে সাজাবেন রুদ্র। বিয়ের আসর বসেছে নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে। কনের বাড়ির প্রত্যেকের সাজেই থাকবে লালের ছোঁয়া। সনাতনী সাজে সাজবেন তাঁরা। যেমন, তনুশ্রীর শাড়িতে ঢাকাই-গামছা মোটিফের যুগলবন্দি। মানানসই গয়নার পাশাপাশি হাতখোঁপায় জড়াবেন ফুল। উপস্থিত থাকবেন বড় পর্দা, ছোট পর্দার খ্যাতনামীরা।

বিয়েবাড়ির ভূরিভোজের তালিকায় কী কী থাকবে? কনের দিদির কথায়, “কী থাকবে না, তাই বলুন! রকমারি স্টার্টারে মাছ-মাংসের এলাহি আয়োজন। থাকবে রকমারি স্যালাড।” এ ছাড়াও কুলচা, চানা, ফিশফ্রাই, পোলাও, সাদা ভাত, পাঁঠার মাংস, মুরগির মাংস। মধুরেণ সমাপয়েৎ কম মিষ্টির কালাকাঁদ, নতুন গুড়ের রসগোল্লা-সহ চার রকমের মিষ্টিতে।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement