Subhashree Ganguly

ছেলে কোলে ঘুরছেন, জিমেও যাচ্ছেন, নতুন ভূমিকায় শুভশ্রী?

নিজেকে টোনড করতে উঠেপড়ে লেগেছেন শুভশ্রী

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১১:৫৪
Share:

পর্দার গ্ল্যাম গার্ল আবার ফিরছেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

এতদিন সোশ্যাল মিডিয়া ছিল রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। জন্মের পর থেকেই মা-বাবাকে জনপ্রিয়তায় টপকে গিয়েছে ছেলে ইউভান। অষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে মাঞ্জা দিয়ে মা-বাবাকে গুণে গুণে দশ গোল দিয়েছে ইউভান।

Advertisement

অন্য দিকে নিজেকে টোনড করতে উঠেপড়ে লেগেছেন শুভশ্রী। বাড়তি মেদ ঝরাতে অভিনেত্রী ফিরেছেন জিমখানায়। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় রাজ-ঘরণী। ছবি দেখে নেটাগরিকদের মন্তব্য, পর্দার গ্ল্যাম গার্ল আবার ফিরছেন।

এই ধরনের ছবি অবশ্য অতি সম্প্রতি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিকও। সিনে দুনিয়ার দুই অভিনেত্রী মাতৃত্বকালীন অবসর পেরিয়ে পুনরায় কাজের মোডে। আগের মতো চাবুক ফিগার পেতে জিম ছাড়া গতি নেই!

Advertisement

এসবের ফাঁকেও ছেলের দিকে কড়া নজর মায়ের। তাই জিমে শরীরচর্চার পরেই শুভশ্রী ছেলে কোলে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায়। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। হলদে জামা গায়ে ইউভান মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছেন। অভিনেত্রীর এনার্জি দেখে বিস্মিত নেটাগরিকেরাও। একজন লিখেছেন, ‘‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’’

🌼🤍👼🏻👼🏻

A post shared by Subhashree Ganguly Official ✨ (@subhashreespeaks) on

আরও পড়ুন:ভালবাসার অত্যাচার!​

ধন্যি মায়ের অধ্যবসায়....।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement