Bengali Television Actor

প্রিয়াঙ্কা, ইশা, সুস্মিতার নায়ক রিজ়ওয়ান! ঝুলিতে ৩টি ছবি, আর ছোট পর্দায় ফিরবেন না?

শহর ঘুরে এক সঙ্গে তিনটি ছবির শুটিংয়ে ব্যস্ত ‘বঁধুয়া’ ধারাবাহিকের নায়ক। পাশাপাশি, ছবি পরিচালনাও করছেন। ছোট পর্দা থেকে কি একেবারেই মুখ ফেরালেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫
Share:

প্রিয়াঙ্কা সরকার, রিজ়ওয়ান রব্বানি শেখ, ইশা সাহা এক ফ্রেমে। ছবি: সংগৃহীত।

রিজ়ওয়ান রব্বানি শেখ তিন তিনটি স্টুডিয়ো এবং শহর জুড়ে শুটিং করে বেড়াচ্ছেন। না, ছোট পর্দার কোনও ধারাবাহিকে নয়। ছোট পর্দার জনপ্রিয় এই নায়কের ঝুলিতে তিন তিনটি ছবি! তিনি এই মুহূর্তে প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়ের নায়ক। তিনটি ছবির পরিচালক যথাক্রমে অভিরূপ ঘোষ, রোহন সেন, শরৎ রিয়াঙ্ক। তিনটি ছবির নাম যথাক্রমে ‘মৃগয়া’, ‘নায়িকা’, ‘মুখোশ’।

Advertisement

কোন ছবিতে কী ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে? কী ভাবেই বা যোগাযোগ হল?

প্রশ্ন রেখেছিল আনন্দবাজার অনলাইন। রিজ়ওয়ানের মুখে কুলুপ। তিনি ফোনে সাড়া পর্যন্ত দেননি। তা বলে চর্চাও থেমে নেই। সূত্রের খবর, তিনটি ছবিতে তিনিই মূল আকর্ষণ। একটিতে সম্পর্কের গল্প। বাকি দু’টি রহস্য-রোমাঞ্চ। তার মধ্যে একটিতে তিনি অ্যাকশন করবেন। আর একটিতে ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি, পোশাকশিল্পী অভিষেক রায়ের পেশাজীবনের ১০ বছর পূর্তিতে কলকাতার এক প্রথম সারির রেস্তরাঁয় তারকা সমাগম ঘটেছিল। সেখানে দেখা গিয়েছিল রিজ়ওয়ানকে। টলিপাড়ায় গুঞ্জন, অভিনেতা অ্যাকশন এবং খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করবেন বলে নাকি আরও ওজন ঝরিয়েছেন। বেতের মতো ছিপছিপে তাঁর শরীর এখন।

Advertisement

কলকাতার জনপ্রিয় তিন নায়িকা ছাড়াও দু’টি ছবিতে দুই নবাগতাকে দেখা যাবে। তাঁরাও যথাক্রমে প্রিয়াঙ্কা এবং সুস্মিতা। এঁদের মধ্যে প্রিয়াঙ্কা ত্রিপুরার মেয়ে, মডেলিং করেন। দ্বিতীয়, সুস্মিতা নায়কের মতোই ছোট পর্দার চেনামুখ, ‘মিস ইন্ডিয়া’ হয়েছিলেন। তিনটি ছবির মধ্যে রোহনের ছবির সিংহভাগ শুটিং হয়ে গিয়েছে। কিছু ছোট ছোট দৃশ্যের শুটিং বাকি, সেগুলিই হচ্ছে। যারে জেরে দম ফেলার ফুরসত পাচ্ছেন না নায়ক। এক বার বড় পর্দায় সফল হলে ছোট পর্দায় ফেরার তাগিদ অনেকটাই নাকি কমে যায়। যে মাধ্যম রিজ়ওয়ানকে এত পরিচিতি দিয়েছে, তাতে কি আর ফিরবেন তিনি?

এর আগে আনন্দবাজার অনলাইনকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে রিজ়ওয়ান বলেছেন, “আমি কখনও অতীত এবং শিকড় ভুলি না। ভাল গল্প, ভাল চরিত্র পেলে ছোট পর্দায় কাজ করতে কোনও আপত্তি নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement