Puja Banerjee

পুরনো মেজাজে পূজা, শর্ট ড্রেসে, খোলা চুলে গুঁজে নিলেন ‘গেন্দা ফুল’!

ব্যাকগ্রাউন্ডে ‘বড় লোকের বিটি লো’ বেজে উঠতেই পূজাকে থামায় কে! কালো-লাল সিক্যুয়েন্স ড্রেসে ঢেউ তুলে নেচে উঠলেন তালে তালে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ২১:৩০
Share:

পূজা বন্দ্যোপাধ্যায়।

বিয়ে করেছেন। এক ছেলের মা-ও হয়েছেন। তাই বলে কি গ্ল্যামারাস থাকবেন না!

Advertisement

ছেলে কৃশিব এক মাস কয়েক দিনের হতেই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ফিরেছেন পুরনো মেজাজে। ফের আগের মতোই গ্ল্যাম গার্ল। বাড়তি মেদ ঝরিয়ে স্লিম-ট্রিম। এ বার ছেলে ছাড়াই বানালেন রিল ভিডিয়ো।

মুড ফেরাতে বেছে নিলেন বাদশার বাম্পার হিট র‍্যাপ ‘গেন্দা ফুল’।

Advertisement

ব্যাকগ্রাউন্ডে ‘বড় লোকের বিটি লো’ বেজে উঠতেই পূজাকে থামায় কে! কালো-লাল সিক্যুয়েন্স ড্রেসে ঢেউ তুলে নেচে উঠলেন তালে তালে। ‘বড়লোকের বিটি’র ‘লম্বা লম্বা চুল’ও দুলছে তাঁর নাচের ছন্দে। অভিনেত্রীর ঠুমকা, চোখের ইশারা, শরীরী বিভঙ্গ বলছে, পর্দায় ফেরার জন্য তৈরি তিনি।

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

আরও পড়ুন: ‘সমুদ্রের উপযুক্ত পোশাক পরিনি তো কী হয়েছে?’ দামাল জলের মাঝে মোনালি

রিল ভিডিয়ো বানানোর পাশাপাশি ছেলের দিকেও সমান নজর মায়ের। জন্মের পর ছেলের হাতের তালু, পায়ের পাতা ছাড়া কিচ্ছু দেখাননি নেটাগরিকদের। এক মাস ২৪ দিন পরে তাঁর ছেলেকে পুরোপুরি দেখেন সবাই। ছেলের নামকরণেও বৈচিত্র্য এনেছেন তারকা দম্পতি। কৃষ্ণ আর শিব মিলেমিশে একাকার ‘কৃশিব’ নামে। ক্যাপশনে সেই কথা উল্লেখ করেছেন তাঁরা, 'হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব'।

বিয়ের আগেই মা হয়েছেন পূজা। ইনস্টাগ্রামে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজেই। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আমি যখন ছোট ছিলাম, আমার বরাবরের অভিযোগ ছিল, আমার বাবা-মায়ের বিয়েতে তাঁরা আমায় নেমন্তন্ন করেননি। আমার সন্তানের সেই অভিযোগ অন্তত থাকবে না।”

আরও পড়ুন: ফিরেছে সত্যজিৎ রায়ের ‘গ্রেট ম্যাজেস্টিক সার্কাস’, ফাঁস করল তোপসে

একজন আধুনিক মা হিসেবে সন্তানকে সঙ্গে নিয়েই সামাজিক বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement