Govinda

বাস্তবেও গোবিন্দা ‘জোরু কা গুলাম’! কলকাতায় এসে ফাঁস করলেন বলি তারকা

চা থেকে জলখাবার হয়ে দুপুর-রাতের রান্না নাকি গোবিন্দা নিজেই করেন! স্বামীর হাতের তড়কা, ভিন্ডি সবচেয়ে প্রিয় সুনীতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৫
Share:

গোবিন্দা

৫৮-তেও তাঁর নাচের ছন্দে মুগ্ধ দর্শক সহ তারকা অনুরাগীর দল। মঞ্চ থেকে নামতেই নায়িকাদের ভিড় ঘিরে ধরেছিল তাঁকে। সবার অনুরোধে একের পর নিজস্বী তুললেন তিনি। জি বাংলার ‘সোনার সংসার’ পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়ে গ্ল্যামার যেন আরও বাড়িয়ে দিয়ে গেলেন বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দা।

Advertisement

দুধ সাদা শার্টের উপর নেভি ব্লু ব্লেজার। ট্রাউজার্স, বো একই রঙের। বাড়তি যোগ, ব্লেজার আর বো-য়ে গ্লিটারের চিকমিক। তাতেই অর্ধেক কাজ সারা! সঞ্চালক পর্যন্ত তারিফ করেছেন, অনেক ছোট হয়েও তিনি ম্লান গোবিন্দার আকর্ষণের কাছে। জানতে চেয়েছেন, এই ঝলকানির রহস্য কী? হাসি মুখে পাশে বসা স্ত্রী সুনীতাকে দেখিয়ে অভিনেতার জবাব, ‘‘বৌ ঠিক হলেই স্বামী ঠিক থাকে। ওর জন্যই আমি তরতাজা।’’ গোবিন্দার কথায় মান্যতা দিয়েছেন সুনীতাও, ‘‘আমার প্রত্যেকটা কথা শোনে। ওকে নিয়ে কোনও সমস্যা নেই।’’ সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন তৈরিই ছিল সঞ্চালকের, একই ভাবে তারকা স্বামীর সব কথাই কি শোনেন স্ত্রী? সুনীতা হাসিতে ফেটে পড়েছেন তত ক্ষণে।গোবিন্দা নিজেই জানালেন, বাড়িতেও তিনি নাকি ‘জোরু কা গুলাম’!

আড্ডায় ফাঁস হল আরও অনেক কিছুই। সুনীতা জানালেন, চা থেকে জলখাবার হয়ে দুপুর-রাতের রান্না নাকি গোবিন্দা নিজেই করেন! স্বামীর হাতের তড়কা, ভিন্ডি সবচেয়ে প্রিয় সুনীতার। সুনীতা রান্নাঘরে ঢুকলে স্বামীর কোন প্রিয় পদ রাঁধেন? এ বারেও অম্লান বদনে গোবিন্দার জবাব, সুনীতা যা দেন তাই-ই নাকি সোনামুখ করে খেয়ে নেন তিনি! সঙ্গে স্বীকারোক্তিও, তিনি বৌয়ের সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন।

Advertisement

পুরোটাই কি ঘরের শান্তির জন্য? অভিনেতার দাবি, তিনি ছোট থেকেই মেয়েদের সম্মান করেন। মনে করেন, মেয়েরা সব কাজ যথেষ্ট বিবেচনা করেই করেন। তাই ছেলেবেলায় মা, এখন বৌয়ের কথার আলাদা মর্যাদা তাঁর কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement