Alivia Sarkar

সোশ্যাল মিডিয়ায় যৌন কটূক্তির শিকার এ বার অলিভিয়াও

অলিভিয়ার পোস্ট শেয়ার হতেই তাঁকে সমর্থন করেন অনুরাগীরা। ইনস্টাগ্রামেই প্রতিবাদ জানান বাকি নেটাগরিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৭:৫৪
Share:

অলিভিয়া সরকার।

ফের সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর এ বার অশ্লীলতার শিকার অভিনেত্রী অলিভিয়া সরকার। কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন অলিভিয়া। তাতে দেখা গিয়েছে, একদল নেটাগরিক ছদ্মনাম ব্যবহার করে কুৎসিত ভাষায় আক্রমণ করেছে অভিনেত্রীকে। অলিভিয়া সেই কটূক্তির স্ক্রিন শটও পোস্ট করেছেন।

ক্যাপশনে ভর্ৎসনা করে লিখেছেন, ‘মানসিক ভাবে অসুস্থ এবং ভবিষ্যতের একদল ধর্ষক খুঁজে পেয়েছি। নিজেদের প্রকৃত পরিচয় সামনে আনার সাহস নেই। অথচ মেয়েদের নোংরা ভাষায় অপমান করার সাহস রয়েছে। কটূক্তি করে ভাবখানা এই, দারুণ পুরুষোচিত কাজ করে ফেললাম’!

Advertisement

এখানেই থামেননি অভিনেত্রী। অলিভিয়া আরও শাণিত, ‘গ্রুপে সবাই পাক্কা পিঠ চাপড়াচ্ছে, ‘কী দিলে গুরু’ বলে! তাই না? মজা পেয়েছ? আনন্দ হয়েছে? রাতে ঘুম হয়েছে? এ বার একটু ফেমাস হয়ে যাও’। এ কথা লেখার পরেই তিনি পোস্টটি ট্যাগ করেন সেই সমস্ত বিকৃত মানসিকতার নেটাগরিকদের।

আরও পড়ুন: স্থিতিশীল নির্মলা মিশ্র, কোভিড পরীক্ষার ফল সোমবার

Advertisement

কিছু দিন আগেই বাংলাদেশের এক যুবক প্রথমে ফোনে পরে সামাজিক পাতায় উত্যক্ত করেছিল শ্রাবন্তীকে। প্রথম দিকে চুপ থাকলেও পরে অশালীনতার মাত্রা বেড়ে যাওয়ায় বাংলাদেশ হাই কমিশনের কাছে নালিশ জানান তিনি। এর পরেই গ্রেফতার হয় ওই যুবক।

আরও পড়ুন: মহেশ বাবুকে কেন ‘বিগ ব্রাদার’ বললেন রণবীর?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement