Abhishek Banerjee

মন্দের ভাল

কাস্টিং ডিরেক্টর অভিষেক এখন দর্শকের পছন্দের অভিনেতাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ০০:৫৩
Share:

অভিষেক

তাঁর কাছে ‘আউটসাইডার’ হওয়া এক দিকে যেমন খামতি, তেমনই আর এক দিকে ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসাকে আশীর্বাদ হিসেবেই দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাস্টিং ডিরেক্টর অভিষেক এখন দর্শকের পছন্দের অভিনেতাও। বলিউডে সাম্প্রতিক নেপোটিজ়ম বিতর্ক নিয়ে অভিষেকের বক্তব্য, ‘‘আমি যদি স্টারকিড হতাম, আমার উপরে প্রচণ্ড চাপ থাকত পারফর্ম করার। আমি সাধারণ পরিবার থেকে এসেছি বলেই আমার ন্যূনতম সাফল্যই অনেক বড় হয়ে দাঁড়ায় আমার পরিবারের কাছে, এমনকি আমার নিজের কাছেও।’’ তাঁর কথায়, হিরো হতে মুম্বই আসেননি তিনি। ‘‘অভিনেতা হতে এসেছিলাম। কোনও প্রতিযোগিতায় নাম লেখাতে নয়। তাই সফল হওয়ার চাপ কোনওদিনই ছিল না আমার উপর। কোনও নামী পরিবারের ছেলে হলে সেই চাপটা থাকত ২০০ শতাংশ,’’ বলেছেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement