Taslima Nasrin

‘অমিতাভ ভাবেন নিজের ছেলেই সেরা’, তসলিমার নিশানায় বচ্চনরা, পাল্টা জবাব অভিষেকের

তসলিমার টুইটের নিশানায় বচ্চন পরিবারের ছেলে। শুধু অভিষেক বচ্চন নন, তসলিমা ঘুরিয়ে সমালোচনা করেছেন অমিতাভ বচ্চনেরও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ০৯:৪৫
Share:

অমিতাভ-অভিষেকের সমালোচনায় তসলিমা। ছবি: সংগৃহীত।

নির্ভীক, আজন্ম স্পষ্টবাদী তাসলিমা নাসরিন। বিভিন্ন সময় তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছে, সমালোচনা হয়েছে। তাতে তোয়াক্কা করেন না লেখিকা। বরং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তসলিমা নিজের মনের কথাই বিভিন্ন সময় সমাজমাধ্যমে তুলে ধরেছেন। যার ফলে ‘ঠোঁটকাটা’ বলে বেশ দুর্নামও কুড়োতে হয়েছে তাঁকে। এ বার তসলিমার টুইটের নিশানায় বচ্চন পরিবারের ছেলে। শুধু অভিষেক বচ্চন নয়, তসলিমা ঘুরিয়ে সমালোচনা করেছেন অমিতাভ বচ্চনেরও। বৃহস্পতিবার টুইট করে নিজের মত প্রকাশ করেন লেখিকা। পাল্টা জবাব দেন অভিষেকও।সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। সেই সময় অমিতাভ বচ্চন টুইট করে লেখেন, ‘‘আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছ। তবে পাল্টা উত্তরে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।’’

Advertisement

বিগ বি এবং জুনিয়র বচ্চন বরাবরই একে অপরের ‘চিয়ার লিডার’। বাবার নাম অমিতাভ বচ্চন হওয়ায় ইন্ডাস্ট্রিতে কম কথাও শুনতে হয়নি অভিষেককে। তবে ধীরে ধীরে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেছেন অভিষেক। অভিনয়ের গুণে নিজের আলাদা দর্শকও তৈরি করেছেন।তবে এই ঘটনার দিন কয়েকের মধ্যেই টুইট করেন তসলিমা নাসরিন। লেখেন, ‘‘অমিতজি নিজের সন্তানকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন তাঁর যাবতীয় ভাল গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। তিনি ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভাল, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা অভিষেকের নেই।’’

তসলিমার এই টুইটের জবাব এল বচ্চনদের তরফ থেকে। টুইটে পাল্টা জবাব দিলেন অভিষেক। অভিনেতা লেখেন, ‘‘আপনি একেবারে সঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনও কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতেই পারবে না। অমিতাভ বচ্চন সারা জীবন সেরাই থাকবেন, আমি গর্বিত ওঁর ছেলে হয়ে।’’ তসলিমার এই পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে কথা বলেন টুইটার ব্যবহারকারীরা। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতে নারাজ তাঁরা। অভিষেকের এই মন্তব্যে হৃদয়ের ইমোজি জুড়েছেন অভিনেতা সুনীল শেট্টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement