Ram Gopal Varma cheque bounce case

জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের! তিন মাস কারাবাসে থাকতে হবে রামগোপাল বর্মাকে

২১ জানুয়ারি রায় দেয় আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। তবে এই দিন আদালতে উপস্থিত ছিলেন না রামগোপাল নিজে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৪:২৪
Share:

তিন মাস কারাবাস রামগোপালের। ছবি: সংগৃহীত।

ফের বড় বিপাকে রামগোপাল বর্মা। বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া ঘটনায় এখন ভুগতে হচ্ছে পরিচালককে। কয়েক বছর আগে একটি চেক বাউন্স-এর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এর জেরে বলিউড পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে মুম্বইয়ের এক আদালত।

Advertisement

২১ জানুয়ারি এই ঘটনায় রায় দেয় আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত। তবে এ দিন আদালতে উপস্থিত ছিলেন না রামগোপাল নিজে। এর পরের দিন, অর্থাৎ ২২ জানুয়ারি রামগোপাল তাঁর আসন্ন ছবি ‘সিন্ডিকেট’-এর ঘোষণা করেছেন। মুম্বইয়ের আদালতে দায়ের হওয়া এই জামিন অযোগ্য মামলায় তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে রামগোপালকে।

২০১৮ সালের ঘটনা। রামগোপাল বর্মা ও শ্রী নামে এক সংস্থার মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। চেক বাউন্স করার অভিযোগ ওঠে পরিচালকের বিরুদ্ধে। তিন মাস সময় থাকা সত্ত্বেও রামগোপালের অ্যাকাউন্টে ৩.৭২ লক্ষ টাকা ছিল না। এর জেরেই ওই সংস্থাটি পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পরে একাধিক শুনানি হয়েছে। তবে এই মামলায় রামগোপাল আদালতকে সহযোগিতাও করেননি বলে জানা যাচ্ছে। এমনকি বেশ কিছু শুনানিতে তাঁর অনুপস্থিতি ঘটনাকে আরও জটিল করে তোলে।

Advertisement

উল্লেখ্য, ২২ জানুয়ারি সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে পরবর্তী ছবি ‘সিন্ডিকেট’-এর ঘোষণা করেন রামগোপাল। দীর্ঘ পোস্টে তিনি জানান, ছবিতে দেখা যাবে এক সাংঘাতিক সংস্থা বার বার হুমকি দিচ্ছে দেশকে। গত সপ্তাহে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সত্য’। সেই ছবির প্রদর্শনেও উপস্থিত ছিলেন রামগোপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement