ডুয়া লিপার অনুষ্ঠান নিয়ে আক্ষেপ অভিজিতের। ছবি: সংগৃহীত।
‘একাকী গায়কের নহে তো গান’, রবীন্দ্রনাথ বলেছিলেন বটে! কিন্তু তা বলে গানকে কি গায়কের কণ্ঠ থেকে একেবারেই সরিয়ে দেওয়া হবে, সে বসে যাবে শুধু নায়কের ওষ্ঠে? প্রশ্নটা উঠে গেল ডুয়া লিপার হাত ধরে। অভিমানী অভিজিৎ সরাসরি না হলেও বিতর্ক উস্কে দিলেন সমাজমাধ্যমে।
শনিবার সন্ধ্যায় মুম্বই শহরে আলোড়ন তুলেছিলেন ডুয়া লিপা। অনুরাগীদের মাত করেছেন তাঁর গান ও শরীরী বিভঙ্গে। সেই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, তাতেই মজেছে নেটপাড়া। আমেরিকার পপ তারকার গান ‘লেভিটেটিং’-এর সঙ্গে মিলে গিয়েছে শাহরুখ খানের ছবি ‘বাদশাহ’-এর গান ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’।
সাদা বডিস্যুট আর সাদা বুট পড়ে তখন মঞ্চ মাত করছেন ডুয়া। তার মাঝে হঠাৎই বেজে উঠল সেই গান। সঙ্গে সঙ্গে করতালির ঝড় বয়ে গেল দর্শকদের মধ্যে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই নেটপাড়া বলছে, ‘ডুয়ার অনুষ্ঠানে হঠাৎ শাহরুখের আবির্ভাব’। কেউ কেউ আবার বলছেন, ‘গানেই মিলে গেলেন ডুয়া ও শাহরুখ’। কিন্তু কেউ মনেই করলেন না ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’-এর গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে? গায়ক নিজেই আক্ষেপ করলেন সমাজমাধ্যমে।
তবে অভিজিৎ নিজে নন, এ প্রশ্ন তুলেছেন তাঁর এক অনুরাগী। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই অনুরাগী লিখেছেন, “আমরা এমন দেশে বাস করি, যেখানে শিল্পীর নাম একবারও উল্লেখ করা হয় না। অভিনেতাদেরই কেন গুরুত্ব দেওয়া হয় সব সময়? আমি নিশ্চিত, ডুয়া লিপার নিশ্চয়ই গানটা শুনে ভাল লেগেছে, দেখে নয়। এই দেশের সংবাদমাধ্যম সঙ্গীতশিল্পীদের কোনও কৃতিত্ব দেয় না।” অনুরাগীর এই পোস্ট নিজের স্টোরিতেও ভাগ করে নিয়েছেন অভিজিৎ।
‘লেভিটেটিং’-এর সঙ্গে ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’ মিলিয়েছিলেন এক নেটপ্রভাবী। ইনস্টাগ্রামে বহু রিলের সঙ্গী হিসাবে এই গান জুড়ে দেন নেটাগরিকেরা। কিন্তু কেউই আশা করেননি আমেরিকার পপ তারকা মঞ্চে উঠেও নিজের গানের সঙ্গে মিলিয়ে দেবেন বলিউডের ছবির গান। এক সাক্ষাৎকারে ডুয়া নিজেই বলেছিলেন, তাঁর গানের সঙ্গে এই হিন্দি গানের মেলবন্ধন তাঁরও মনে ধরেছে। গায়িকা এ-ও বলেছিলেন, শাহরুখই তাঁর প্রিয় বলি তারকা।