Ira Khan

সামনে এল প্রেমিকের পরিচয়, ইনস্টাগ্রামে ছবি দিলেন আমির-কন্যা ইরা

কথা রাখার দিনে নিজের ভালবাসার কথা প্রকাশ্যে আনলেন তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৫
Share:

ইরা খান।

গুঞ্জন ছিল অনেক দিনের। অবশেষে সিলমোহর পড়ল ২০২১-এ। জিম প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন আমির-কন্যা ইরা খান। কথা রাখার দিনে নিজের ভালবাসার কথা প্রকাশ্যে আনলেন তিনি।
ইনস্টাগ্রামে তাঁদের ভালবাসার অ্যালবাম শেয়ার করেছেন ইরা। নূপুরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলিকে সামনে এনে অনুরাগীদের ‘কাপল্‌ গোলস্‌’ দিলেন তিনি। লিখলেন, ‘তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি।’ ভালবেসে নূপুরকে ‘ড্রিম বয়’ আখ্যা দিয়েছেন তিনি।

ফতিমা সানা শেখ, কর্ণবীর ভোহরা, গুলশন দেবিয়ার মতো তারকারাও ইরার পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁকে। গত অক্টোবর মাসে, নূপুরের হাতে ট্যাটু ডিজাইন করেছিলেন ইরা। তার ছবিও নেট-মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি।
ইরা জানিয়েছিলেন, তিনি মানসিক অবসাদগ্রস্ত। চার বছর ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগেছিলেন এই তারকা-সন্তান। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মানসিক অবসাদ নিয়ে সচেতনতার বার্তাও দিয়েছিলেন ইরা। তবে ধীরে ধীরে অন্ধকার কাটিয়ে আলোয় ফিরছেন আমির-কন্যা। ইতিমধ্যে পরিচালনাতেও হাতেখড়ি হয়েছে তাঁর। আপাতত ভালবাসার মানুষকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement