গৌরীকে নিয়ে ব্যস্ত আমির কী বললেন জুনেইদকে নিয়ে? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে আমির-পুত্র জুনেইদ খানের ছবি ‘লভইয়াপ্পা’। বক্স অফিসে ছবি সাড়া ফেলতে পারেনি। বরং ছবির সমালোচনাই হয়েছে। যদিও জুনেইদের প্রথম ছবি ‘মহারাজ’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সমালোচক মহলে। অভিনেতার অভিনয় প্রশংসিতও হয়েছে। কিন্তু খুশি কপূরের বিপরীতে ‘লভইয়াপ্পা’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। পুত্রের ছবি অসফল হয়েছে, তা নিয়ে কোনও হেলদোল নেই আমিরের। বরং তিনি মনে করছেন, ঠিকই হয়েছে ছবি অসফল হয়ে। আমিরের এমন মন্তব্যে অবাক তাঁর অনুরাগীরা।
কিছু দিন আগেই নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়েছেন আমির খান। বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে গত এক বছর ধরে সম্পর্কে রয়েছেন আমির। বর্তমানে মুম্বই শহরে একত্রবাস করছেন তাঁরা। নতুন প্রেমিকা জীবনে আসার পরেই কি পুত্রের অসাফল্যে মাথাব্যথা নেই আমিরের? এই প্রশ্নও উঠেছে। কিন্তু আসল ঘটনা অন্য। সংবাদমাধ্যমকে আমির বলেছেন, “ভাল হয়েছে, ছবি সফল হয়নি।” আমিরের মতে, কেরিয়ারের শুরুতে ব্যর্থতার অভিজ্ঞতা থাকা ভাল। এতে আরও ভাল কাজ করার ইচ্ছে তৈরি হয়। জুনেইদকে তাই তিনি বলেছেন, “ও যথেষ্ট ভাল কাজ করছে। তবে ব্যর্থতা থেকে ও অনেক কিছু শিখবে।”
অভিনয়ের প্রতি ছেলের নিষ্ঠা ও একাগ্রতা নিয়েও কথা বলেছেন আমির। ‘মহারাজ’ ছবিতে ছেলের অভিনয় নিয়েও ইতিবাচক তিনি। আমিরের কথায়, “আমি ‘মহারাজ’ দেখার সময়েই বুঝেছি, ও তৈরি হয়ে গিয়েছে। ‘লভইয়াপ্পা’ ছবিতেও ও গৌরবের চরিত্রে ভাল করেছে।”
তবে ছেলের খুঁত ধরতেও দ্বিধাবোধ করেননি আমির। তারকার মতে, তাঁর পুত্রের নাচের দিকে আরও মন দেওয়া উচিত। এই দিকটায় জুনেইদ নাকি তেমন দক্ষ নন। এ ছাড়া, সংবাদমাধ্যমের সামনেও জুনেইদ ভেবেচিন্তে খুব ব্যতিক্রমী ও বুদ্ধিদীপ্ত উত্তর দেন। অতিরিক্ত কথা বলেন না। এই দিকে পুত্রকে আরও খোলামেলা হওয়ার পরামর্শ দেন তিনি।