Bombay High Court

বার বার আত্মহত্যার হুমকি দেওয়া নিষ্ঠুরতার শামিল, বিবাহবিচ্ছেদের মামলায় পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের

সম্প্রতি বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবক। নিম্ন আদালতে তা মঞ্জুর হয়। এর পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্ত্রী বম্বে হাই কোর্টে যান। তবে হাই কোর্টের বিচারপতি আরএম জোশী নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৯:২১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামী বা স্ত্রী ও তাঁর পরিবারকে বার বার আত্মহত্যা করার হুমকি দেওয়া নিষ্ঠুরতার শামিল। দু’পক্ষেরই কেউ যদি বার বার এই একই কাজ করতে থাকেন, তা হলে এই মর্মে বিবাহবিচ্ছেদের আবেদনও করা যেতে পারে। সম্প্রতি এক বিবাহবিচ্ছেদের মামলায় এমনটাই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের অওরঙ্গাবাদ বেঞ্চের।

Advertisement

স্ত্রীর কাছে নিষ্ঠুরতার শিকার হওয়ার দাবি জানিয়ে সম্প্রতি বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবক। নিম্ন আদালতে তা মঞ্জুর হয়। এর পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্ত্রী বম্বে হাই কোর্টে যান। তবে হাই কোর্টের বিচারপতি আরএম জোশী নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন।

২০০৯ সালের এপ্রিলে বিবাহ হয়েছিল ওই দম্পতির। তাঁদের এক কন্যাসন্তানও আছে। কিন্তু স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীর পরিবার প্রায়শই তাঁদের বৈবাহিক জীবনে হস্তক্ষেপ করতেন। ২০১০ সালের অক্টোবরে তাঁর স্ত্রী কোনও কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। ওই যুবকের আরও অভিযোগ, বাপের বাড়ি যাওয়ার সময় তাঁর স্ত্রী তাঁকে এবং তাঁর পরিবারকে অপমান করেন এবং বধূনির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেন। যুবক আদালতকে আরও জানিয়েছেন যে, তাঁর স্ত্রী বার বার আত্মহত্যার হুমকিও দিতেন। শুধু তা-ই নয়, এমনও হুমকি দিতেন যে, তাঁর কিছু হয়ে গেলে স্বামী-সহ শ্বশুরবাড়ির সকলে ফৌজদারি মামলায় ফেঁসে যাবেন। শুধু হুমকিই নয়, বাস্তবেও তাঁর স্ত্রী কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি যুবকের।

Advertisement

যদিও ওই যুবকের স্ত্রী আত্মপক্ষ সমর্থনে দাবি করেন, তাঁর শ্বশুর মদ্যপ ছিলেন এবং তাঁকে প্রায়ই নির্যাতন করতেন। স্বামীর প্রতি ‘নিষ্ঠুরতা’র সমস্ত অভিযোগও অস্বীকার করেন তিনি। তবে সব শুনে এবং তথ্যপ্রমাণ খতিয়ে দেখে স্বামীর পক্ষেই রায় দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি জোশীর পর্যবেক্ষণ, স্বামী ও তাঁর পরিবারকে ফাঁসাতে বার বার আত্মহত্যার হুমকি দেওয়া ‘নিষ্ঠুরতা’র শামিল। এই মর্মে যে কেউ বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন। আদালতের যুক্তি, ওই যুবকের দাবির সপক্ষে একাধিক প্রমাণ রয়েছে। বরং শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেননি যুবকের স্ত্রী। শেষমেশ নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে হাই কোর্ট। মঞ্জুর হয়েছে স্বামীর বিবাহবিচ্ছেদের আবেদন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement