Sushant Singh Rajput

‘দয়া করে আদিত্যের নাম নিয়ো না’, সুশান্ত-দিশার ঘটনায় উদ্ধব-পুত্রকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক

সেই সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব ঠাকরে। তিনি নাকি বিজেপি বিধায়ককে ফোন করে অনুরোধ করেছিলেন, যাতে তাঁর ছেলের নাম এই মামলায় না জড়ানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১২
Share:
BJP MP Narayan Rane claimed that Uddhav Thackeray asked him not to take Aditya Thackeray’s name

সুশান্তের ঘটনায় আদিত্যকে নিয়ে মন্তব্য বিজেপি নেতার। ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে ইতি টেনেছে সিবিআই। চূড়ান্ত রিপোর্ট পেশ করে তারা জানিয়েছে, আত্মঘাতীই হয়েছিলেন অভিনেতা। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর সাত দিন আগেই মৃত্যু হয়েছিল তাঁর আপ্তসহায়ক দিশা সালিয়ানের। সেই মৃত্যুর রহস্য এখনও উদ্‌ঘাটিত হয়নি বলে দাবি দিশার বাবা সতীশ সালিয়ানের। তাই দিন কয়েক আগে দিশার মৃত্যুর তদন্ত ফের শুরু করার আবেদন করেছেন বম্বে হাই কোর্টে। সুশান্ত ও দিশার ঘটনায় বার বার নাম জড়িয়েছিল উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের। এ বার তাঁদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি বিধায়ক নারায়ণ রাণে।

Advertisement

সেই সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব ঠাকরে। তিনি নাকি বিজেপি বিধায়ককে ফোন করে অনুরোধ করেছিলেন, যাতে তাঁর ছেলের নাম এই মামলায় না জড়ানো হয়। সম্প্রতি নারায়ণ রাণে বলেছেন, “উদ্ধব ঠাকরের আপ্তসহায়ক আমাকে ফোন করেছিলেন। আমি তখন বাড়ি যাচ্ছিলাম। আমাকে ফোন করে তিনি বলেন, উদ্ধব ঠাকরে নাকি আমার সঙ্গে কথা বলতে চান।” এর পরে সরাসরি উদ্ধবের সঙ্গে কথা হয় বিজেপি বিধায়কের। তাঁর কথায়, “আদিত্য ঠাকরের নাম উল্লেখ না করার কথা বলেছিলেন উদ্ধব। আমি তখন বলেছিলাম, আমি আদিত্যের নাম নিইনি। আমি শুধু বলেছি, এক মন্ত্রী এই ঘটনায় জড়িয়ে রয়েছেন। সুশান্ত ও দিশার যখন মৃত্যু হয়েছিল, সেই সময়ে আদিত্য এক জন মন্ত্রীই ছিলেন। সবাই সবটাই জানত আসলে। প্রমাণও ছিল।”

এর পরেই আদিত্যকে গ্রেফতার করার দাবি তোলেন নারায়ণ রাণে। তাঁর কথায়, “যা যা প্রমাণ রয়েছে, সেগুলি এক জায়গায় করে একটা এফআইআর দায়ের করুন আর ওকে (আদিত্য) গ্রেফতার করুন।”

Advertisement

যদিও এই প্রসঙ্গে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, এই দু’টি মৃত্যুর সঙ্গে কোনও ভাবেই জড়িয়ে নেই আদিত্য। আদিত্যেরও দাবি, তাঁর ভাবমূ্র্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement