Sushant Singh Rajput

সুশান্তকে ভুল ওষুধ খাওয়াতেন তাঁর দিদি! রিয়ার পাল্টা অভিযোগ নিয়ে কী জানাল সিবিআই?

২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। নানা প্রসঙ্গ উঠে এসেছিল এই মৃত্যুকে কেন্দ্র করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৩:১১
Share:
CBI dismissed Rhea Chakraborty’s counter FIR against Sushant Singh Rajput’s sister dgtl

রিয়া অভিযোগ এনেছিলেন সুশান্তের দিদি প্রিয়ঙ্কার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। সিবিআই তাদের চূড়ান্ত রিপোর্টে এমনই জানিয়েছে আদালতে। তদন্তে খুন বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো বিষয় উঠে আসেনি বলে জানানো হয়েছে। তাই তদন্তে ইতি টেনে মুম্বইয়ের আদালতে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।

Advertisement

সুশান্তের পরিবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল। সেই অভিযোগও নস্যাৎ করে দিয়েছে সিবিআই। তদন্ত চলাকালীন সুশান্তের দিদিদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ এনেছিলেন রিয়া। সেই অভিযোগও খারিজ করে দিয়েছে সিবিআই। কী ছিল সেই অভিযোগ?

২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের দেহ। নানা প্রসঙ্গ উঠে এসেছিল এই মৃত্যুকে কেন্দ্র করে। বলি তারকার বাবা কেকে সিংহ পটনায় রিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। রিয়া আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এই ছিল তাঁর অভিযোগ। রিয়া ও তাঁর পরিবারের সদস্যেরা সুশান্তের টাকা নিয়ে নয়ছয় করেছেন বলেও দাবি করেছিলেন তিনি। এখানেই শেষ নয়। রিয়া সুশান্তের খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন বলেও দাবি ছিল তাঁর। এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Advertisement

উল্টো দিকে রিয়া অভিযোগ আনেন সুশান্তের দিদি প্রিয়ঙ্কা সিংহ রাজপুত ও দিল্লির এক চিকিৎসকের বিরুদ্ধে। রিয়া দাবি করেছিলেন, সঠিক চিকিৎসা না করেই সুশান্তকে ভুল ওষুধ দিয়েছেন সেই চিকিৎসক এবং প্রিয়ঙ্কা কোনও পদ্ধতি না মেনেই ভাইকে সেই ওষুধ খাওয়াচ্ছিলেন।

সুশান্তের মৃত্যুর তদন্তভার প্রথমে ছিল মুম্বই পুলিশের হাতে। দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে তারা ঘোষণা করেছিল, আত্মঘাতী হয়েছিলেন অভিনেতা। এই নিয়ে মুম্বই পুলিশের দিকেও কটাক্ষ ধেয়ে এসেছিল। পরে এই তদন্তের ভার নেয় সিবিআই। শনিবার তারাও এই তদন্তে ইতি টানল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement