upcomig movies

Upcoming Bollywood films: মন্দার বাজারেও যে সব বলিউড ছবি মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে, দেখে নিন এক ঝলক

‘ব্রহ্মাস্ত্র’ থেকে ‘বিক্রম বেধা’, সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে এক ঝাঁক নতুন ছবি। গল্পে নতুনত্ব আশা করছেন দর্শক। এ বার কি ঘুরে দাঁড়াবে বলিউড?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ১৬:৫৩
Share:

কী কী ছবি মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে? রইল তালিকা।

আপাতত বলিউডের হাঁড়ির হাল। যে ছবিই মুক্তি পাচ্ছে সে ছবিই ব্যর্থ। এমনকি, দক্ষিণী তারকা নিয়েও শেষরক্ষা হচ্ছে না। তবে কি দর্শক আর হলমুখী হবেনই না? বয়কটের বাজারে আছে ভাল খবরও। বেশ কিছু আকর্ষণীয় ছবি মুক্তি পাচ্ছে সামনেই। চোখ রাখা যাক আগামী মাসে। কী কী ছবি মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে? কোনটা দেখবেন, এখনই ভেবে রাখুন। রইল তালিকা।

Advertisement

কাঠপুতলি

শিশু অপহরণের র‍্যাকেট খুঁজে বার করার লক্ষ্য নিয়েছে পুলিশ। তা নিয়ে টানটান রোমাঞ্চে ভরা অ্যাকশন থ্রিলার ‘কাঠপুতলি’।

Advertisement

মুক্তির তারিখ: ২ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: ডিজনি+হটস্টার

অভিনয়ে: অক্ষয় কুমার, রকুল প্রীত সিংহ, সরগুন মেহতা, চন্দ্রচূড় সিংহ

পরিচালক: রঞ্জিত তেওয়ারি

ধোখা রাউন্ড ডি কর্নার এবং বাবলি বাউন্সার দুটি ছবিই মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর।

ব্রহ্মাস্ত্র

অতিমানবিক শক্তিধারী শিব নামের এক যুবকের গল্প। প্রেম এবং আত্ম-আবিষ্কারের পথে বেরিয়েছে সে। সেই যাত্রায় অনেক অশুভ শক্তির মুখোমুখি হতে হয় তাকে, যা সমস্ত অস্তিত্বকে বিপদের মুখে ফেলে।

মুক্তির তারিখ: ৯ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: প্রেক্ষাগৃহ

অভিনয়ে: রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুন

পরিচালক: অয়ন মুখোপাধ্যায়

যহাঁ চার ইয়ার

চার বান্ধবীর অভিযান নিয়ে গল্প। গোয়া সফরে বেরিয়ে অজস্র অপ্রত্যাশিত মোড় সামনে চলে আসে। কী ভাবে মোকাবিলা করেন চার নারী?

মুক্তির তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: প্রেক্ষাগৃহ

অভিনয়ে: স্বরা ভাস্কর, মেহর ভিজ, শিখা তালসানিয়া, পূজা চোপড়া

পরিচালক: কমল পণ্ডে

সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে এক ঝাঁক নতুন ছবি।

ধোখা রাউন্ড ডি কর্নার

মিথ্যায় বোনা কঠোর সত্যির গল্প। অস্তিত্বসঙ্কট এবং ব্যক্তিত্ব-বিভ্রাটে ভোগা এক গৃহবধূর জীবনে নেমে আসে বিপর্যয়। এক সন্ত্রাসবাদীর খপ্পরে পড়ে সে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে স্বামী।

মুক্তির তারিখ: ২৩ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: প্রেক্ষাগৃহ

অভিনয়ে: আর মাধবন, খুশালি কুমার, দর্শন কুমার, অপারশক্তি খুরানা

পরিচালক: কুকি গুলাটি

বাবলি বাউন্সার

পেশায় এক মহিলা বাউন্সারের গল্প। পুরুষদের প্রভাবের সঙ্গে লড়াই করে নিজের পরিচয় তৈরি করার গল্প।

মুক্তির তারিখ: ২৩ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: ডিজনি+হটস্টার

অভিনয়ে: তমান্না ভাটিয়া, অভিষেক বাজাজ, সৌরভ শুক্ল, সাহিল বৈদ

পরিচালক: মধুর ভাণ্ডারকর

বিক্রম বেধা

কাহিনিতে অনেক মোড়। দুঁদে গ্যাংস্টার বেধাকে ধরতে ছুটে চলে পুলিশ অফিসার বিক্রম।

মুক্তির তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: প্রেক্ষাগৃহ

অভিনয়ে: হৃতিক রোশন, সইফ আলি খান, রাধিকা আপ্তে, রোহিত সরফ

পরিচালক: পুষ্কর-গায়ত্রী

পোন্নিয়িন সেলভান-১

দশম শতকে চোল সাম্রাজ্যের উত্তাল সময় এই ছবির প্রেক্ষাপট। শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াই, সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসা-হানাহানি চোল সাম্রাজ্যে যে ভাবে ফাটল তৈরি করেছিল, তা নিয়েই এই ছবির কাহিনি।

মুক্তির তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২২

মঞ্চ: প্রেক্ষাগৃহ অভিনয়ে: বিক্রম, কার্তি, জয়ম রবি, ঐশ্বর্য রাই বচ্চন, শোভিতা ধুলিপালা

পরিচালক: মণি রত্নম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement