Kajal Agarwal

kajal Aggarwal: তাঁর ছবি বিকৃত করা হয়েছিল, অনাবৃত ফটোশ্যুট বিতর্কে প্রতিক্রিয়া কাজলের

এখন তিনি সুখে সংসার করছেন। কিন্তু বেশ কয়েক বছর আগে একটি ফটোশ্যুটের কারণে বিতর্কে জড়িয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১৯:৫৮
Share:

কী বললেন কাজল?

এই মুহূর্তে তাঁর পরিচিতি সর্বত্র। কাজল অগ্রবাল। ২০১০-এ রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিঙ্ঘম’-এর দৌলতে তাঁকে চেনেন না এমন সিনেমা-রসিক এ দেশে বিরল। এই পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। বিতর্ক যেন অভিনেতাদের পিছু ছাড়ে না।

Advertisement

২০১১ সালে একটি পত্রিকার জন্য নায়িকার অনাবৃত ফটোশ্যুট সৃষ্টি করে বিতর্কের। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছিলেন নায়িকা। আর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই তৈরি হয় বিতর্ক। তবে এই প্রসঙ্গে নায়িকার দাবি, তিনি এই ধরনের কোনও ফটোশ্যুট কখনও করেননি।

Advertisement

প্রায় এক যুগ আগেকার সেই বিতর্ক প্রসঙ্গে এত দিন বাদে মুখ খুললেন কাজল। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ধরনের ছবি কোনও দিন তুলিনি। আমার ছবিকে বিকৃত করেছে ওই পত্রিকা।”

পরে ওই পত্রিকার তরফ থেকে একটি পাল্টা বিবৃতিতে জানানো হয়, এই ধরনের কাজ তারা করতেই পারে না। তারা কখনও কারও ছবি বিকৃত করেনি।

আপাতত স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement