ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ সংস্থায় কর্মখালি। সংস্থার ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। শূন্যপদ একটি।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে যিনি ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার কোনও বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকেও শর্তসাপেক্ষে কাজের জন্য বেছে নেওয়া হতে পারে। তবে প্রার্থীর বায়োকেমিক্যাল টেকনিক্স নিয়ে কাজের দক্ষতা এবং মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে ৫ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কাজ করতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। ১ এপ্রিল ইন্টারভিউটি নেওয়া হবে। এর জন্য আগ্রহীরা ইমেল মারফত আবেদনও জমা দিতে পারবেন। আবেদনের শর্তাবলি সম্পর্কে আরও তথ্য জেনে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।