JRF Recruitment 2025

কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

আবেদনকারীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) কিংবা জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৫:৫২
Share:
Vikram Sarabhai Space Centre.

বিক্রম সারাভাই স্পেস সেন্টার। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। শূন্যপদ ১০টি।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য পদার্থবিদ্যা, অ্যাপ্লায়েড ফিজ়িক্স, ইঞ্জিনিয়ারিং ফিজ়িক্স, স্পেস ফিজ়িক্স, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, মেটেরোলজি, প্ল্যানেটারি সায়েন্সেস কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৮ বছর।

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরবর্তীতে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২ এপ্রিল। ইন্টারভিউ সম্পর্কিত তথ্য বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement