Child Electrocuted in Hooghly

ফ্যানের তারে বিপত্তি! হুগলিতে মামার বাড়ি বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ছ’বছরের শিশুর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ২২:৩২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

টেবিল ফ্যানের তারে বিপত্তি! মামার বাড়ি বেড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ছয় বছরের এক শিশুর। শনিবার হুগলির পান্ডুয়ার রোশনা এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুমৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম অরণ্য ভাদুলি (৬)। বাড়ি মেমারি থানার আলিপুর গ্রামে। স্থানীয়েরা জানাচ্ছেন, শুক্রবার মায়ের সঙ্গে পান্ডুয়ায় মামার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। শনিবার দুপুরে মায়ের সঙ্গে পুকুরে স্নান সেরে ফেরার পর ঘরে এসে দাদার সঙ্গে খেলছিল অরণ্য। সেই সময়ই হঠাৎ কোনও ভাবে টেবিল ফ্যানের তারে বিদ্যুৎপৃষ্ট হয় ওই খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য দিকে, এমন ঘটনায় শিশুটির পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। স্থানীয় তৃনমূল সদস্য মাধব লোহার বলেন, ‘‘শিশুটি শুক্রবারই মামার বাড়ি বেড়াতে এসেছিল। শনিবার সকালে সে পুকুরে স্নান করতে যায়। তার পর একাই বাড়ি ফিরে আসে। ঘরে এসে কোনও ভাবে টেবিল ফ্যানের তারে বিদ্যুৎপৃষ্ট হয়। আমরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement