CSIR Govt Jobs 2025

সিএসআইআর অধীনস্থ একাধিক প্রতিষ্ঠানের ২০০-র বেশি পদে কর্মখালি

গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। পারিশ্রমিক হিসাবে ১৯,৯০০ টাকা থেকে ৮১,১০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৫:৪৫
Share:
Council of Scientific & Industrial Research.

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)। ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ গবেষণাগারে কর্মখালি। ওই গবেষণাগারে গ্রুপ সি বিভাগের ১৭৭টি শূন্য়পদে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ৩২টি শূন্যপদে জুনিয়র স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে।

Advertisement

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের পূর্বে উল্লিখিত পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের কম্পিউটার টাইপিংয়ের দক্ষ থাকা দরকার। জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে স্টেনোগ্রাফিতে দক্ষ ব্যক্তিদের নিয়োগ করা হবে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে অনূর্ধ্ব ২৮ বছর এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে অনূর্ধ্ব ২৭ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল ফিজ়িক্যাল ল্যাবরেটরি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড পলিসি রিসার্চ, ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটিভ বায়োলজি এবং কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সদর দফতরে কাজ করতে হবে।

Advertisement

আগ্রহীদের আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আবেদনমূল্য ৫০০ টাকা। লিখিত পরীক্ষা, স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ২১ এপ্রিল পর্যন্ত আবেদন পাঠানো যাবে। পরীক্ষা মে এবং জুন মাসে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement